X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় জামিন পেয়ে বাদীকে ‌‘হত্যার হুমকি’

জামালপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০

জামালপুরের মেলান্দহ উপজেলায় হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে হত্যা মামলার বাদী ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে নিহত শফিউল আলম মুছার ছোট ভাই মো. ওবায়দুল মেলান্দহ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফুলকোচা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২০ সালে শফিউল আলম মুছাকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরে নিহতের ভাই ওবায়দুল বাদী হয়ে আদালতে ২৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিরা জামিন পেয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তাদের প্রকাশ্যে হত্যা করবে বলে হুমকি দিচ্ছেন।

মামলার বাদী ওবায়দুল বলেন, ‘ভাই হত্যার ঘটনায় মামলার আসামিরাসহ তাদের সমর্থকরা বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে চাপ সৃষ্টিসহ হত্যার হুমকি দিয়ে আসছে। মামলার ১৯ জন আসামি জেল থেকে জামিনে বের হয়ে আমার চার ভাইসহ পরিবারকে হত্যা ও গুমের করার হুমকি দিচ্ছেন।’

নিহতের ভাই আসাদুল্লাহ বলেন, ‘আসামিরা আমাদের বাড়িতে এসেই হুমকি দিয়ে যাচ্ছে। আমাদেরকে মেরে গুম করে ফেলবে বলছে। ১৯ জন আসামি কিছু দিন জেল খেটে জামিনে বের হয়েছে।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আলাল ও রফিকের মোবাইল ফোনে কল দেওয়া হয়। পরে সাংবাদিক পরিচয় শুনে কল কেটে দেন তারা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘থানায় জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন