X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৩:৩৩আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৩:৩৩

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (প্রজাপতি প্রতীক) আসমা সুলতানা আশরাফ ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও মোড়ে এ ঘটনা ঘটে। এতে আসমা সুলতানাসহ নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া মো. ফারুক আলী, মো. আনিস মিয়া ও ইউসুফ হোসেন নয়ন আহত হয়েছেন। তারা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আসমা সুলতানা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক পার্টির আহ্বায়ক। প্রজাপতি প্রতীকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এর আগে জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

আসমা সুলতানা বলেন, ‌‌‘নির্বাচনি কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। সন্ধ্যায় আমার কর্মী ও স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে কলমাকান্দা বর্ডার পাঁচগাঁও মোড়ে বসে চা খাচ্ছিলাম। এ সময় ওই রাস্তা দিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা আসা-যাওয়া করছিলেন। অনেকেই আমাকে দেখে গাড়ি থামিয়ে মতবিনিময় করছিলেন। এ সময় আমার ওপর অর্তকিত হামলা চালায় আমার প্রতিপক্ষ আনারস মার্কার পক্ষের কতিপয় ছেলে। আমি কেন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি? চেয়ারম্যান পদে কোনও নির্বাচন হবে না, আমি কোনও ভোটারের কাছে যেতে পারবো না, কোনও প্রচারণা চালাতে পারবো না, হামলাকারীরা এসব কথ বলতে বলতে আমাকেসহ আমার কর্মীদের বেধড়ক মারধর করে। ক্যামেরা, মোবাইল ফোন, হাতের চুড়ি ছিনিয়ে নিয়ে গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে উদ্ধারের পর কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি আমরা।’

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অসিত সরকার আনারস প্রতীকে নির্বাচন করছেন। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য।

হামলার বিষয়ে জানাতে চাইলে অসিত সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার কোনও কর্মী-সমর্থক আসমা সুলতানা ও তার কর্মীদের ওপর হামলা করেনি।’

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হেয়ছে। সেখানে পৌঁছে প্রার্থী আসমা সুলতানার প্রতিপক্ষের বা হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
মস্কো হামলার সন্দেহভাজনদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে
রাশিয়ার পর এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়