X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ ও জাপার অর্ধশত নেতাকর্মী

নেত্রকোনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ২১:৪৪আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২১:৪৪

দলের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে নেত্রকোনায় বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী।

শনিবার (২৯ অক্টোবর) রাতে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা। রবিবার (৩০ অক্টোবর) কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ ও জাপার অর্ধশতাধিক নেতাকর্মী। এ উপলক্ষে শনিবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।’

বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির, উপজেলার বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কান্দিউড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল মিয়া ও আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল হোসেন। তাদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে আসা জসিম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করে কোনও মূল্যায়ন পাইনি। বড় নেতাদের কাছে আমাদের মতের কোনও মূল্য নেই। তাই বিএনপিতে যোগদান করেছি।’

জাতীয় পার্টি ছেড়ে আসা ইকবাল কবির বলেন, ‘জাতীয় পার্টির কোনও নেতা নেই। তারা লেজুড়বৃত্তির রাজনীতি করে। এছাড়া আমার পরিবারের অন্যরা বিএনপি করে। তাই জাতীয় পার্টি ছেড়ে বিএনপির আদর্শকে ভালোবেসে যোগদান করেছি।’

তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আওয়ামী লীগ ছেড়ে আসা জামাল উদ্দিন ও জুয়েল মিয়া। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়