X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
ময়মনসিংহে পুষ্প মেলা

জুতা পায়ে শহীদ মিনারে উঠছেন দর্শনার্থীরা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৩

জমে উঠেছে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত পুষ্প মেলা। তবে পুষ্প মেলায় আসা দর্শনার্থীরা শহীদ মিনারে উঠছেন জুতা পায়ে। জুতা পায়ে অনেকে আবার শহীদ মিনারে উঠে সেলফি তুলছেন। শহীদ মিনারের ওপরে রাখা হয়েছে গোবরের বস্তা, আশপাশেও ময়লা-আবর্জনা জমে আছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। 

সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত ১৬ জানুয়ারি অষ্টম পুষ্প মেলা বসেছে। ওই দিন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ১৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। মেলায় ২১টি স্টল রয়েছে। সেইসঙ্গে নার্সারি মালিকরা বাহারি ফুলের স্টল সাজিয়েছেন।

সরেজমিনে পুষ্প মেলায় দেখা গেছে, ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন নেত্রকোনার এক সরকারি কর্মকর্তা। তিন বছরের শিশুকন্যাকে নিয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠেছেন তিনি। এ সময় তার কন্যাকে শহীদ মিনারে জুতা পায়ে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে দুঃখপ্রকাশ করে এই সরকারি কর্মকর্তা বলেন, ‘শহীদ মিনারের ওপরে নার্সারি মালিকরা ফুলের টব রেখেছেন। সেই ফুল দেখতে এসে শহীদ মিনারে জুতা পায়ে উঠছেন দর্শনার্থীরা। আমরাও ভুলে উঠে গেছি। অনেকে সেলফি তুলছেন। এ ছাড়া শহীদ মিনারের ওপরে গোবরের বস্তা রাখা হয়েছে। পাশে ময়লা-আবর্জনা। এ ধরনের কর্মকাণ্ড ভাষাশহীদদের প্রতি অসম্মান। আমরা না জেনে উঠেছি, এজন্য দুঃখপ্রকাশ করছি।’

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গত ১৬ জানুয়ারি অষ্টম পুষ্প মেলা বসেছে

নগরীর আলিয়া মাদ্রাসা রোড এলাকার এক ব্যাংক কর্মকর্তা তার স্ত্রী-ছেলেমেয়েকে নিয়ে পুষ্প মেলায় এসেছেন। পরিবারের সদস্যদের নিয়ে জুতা পায়ে শহীদ মিনারে উঠে সারি সারি ফুলের দৃশ্য উপভোগ করছেন।

এ ব্যাপারে এই ব্যাংক কর্মকর্তা বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ওঠা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ময়লা-আবর্জনাযুক্ত পরিবেশের কারণে অজান্তে জুতা পায়ে শহীদ মিনারে উঠেছি আমরা। শহীদ মিনারের সম্মান রক্ষায় নজরদারি বাড়ানো উচিত মেলা কর্তৃপক্ষের।’

এই ব্যাংক কর্মকর্তার স্ত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ভাষাশহীদদের প্রতি অবমাননার শামিল। ভাষা আন্দোলন না হলে এবং শহীদরা রক্ত না দিলে আমরা বাংলা ভাষা পেতাম না। আমাদের প্রত্যেকের উচিত শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা।’

মেলায় বাপের দোয়া স্টলের প্রতিনিধি আবুল কালাম বলেন, ‘মেলা কর্তৃপক্ষ আমাদেরকে শহীদ মিনারের ওপরের অংশসহ পাশের জায়গা মেপে বুঝিয়ে দিয়েছেন। কোথায় ফুলের টব রাখতে হবে, তাও দেখিয়ে দিয়েছেন। আমরা তাদের নির্ধারিত জায়গায় ফুলের টব রেখেছি। এখন দর্শনার্থীরা ফুল দেখতে এসে শহীদ মিনারে জুতা পায়ে উঠছেন। মেলা কর্তৃপক্ষ শহীদ মিনারের অংশটুকু বাদ রেখে জায়গা দিলে এমন সমস্যা তৈরি হতো না।’

ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন নেত্রকোনার এক সরকারি কর্মকর্তা

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ক্ষোভ প্রকাশ করেন এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া সাহিত্যিক ফরিদ আহমদ দুলাল। তিনি বলেন, ‘শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করা মানে ভাষাশহীদদের অপমান। এ ধরনের কর্মকাণ্ড কেউ যাতে করতে না পারে, এ বিষয়ে সিটি মেয়রকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’

জানতে চাইলে সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ভাষাশহীদদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।’ 

/এএম/
সম্পর্কিত
নারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন
জুতা পায়ে কেন শহীদ মিনারের বেদিতে?
শহীদ মিনার থেকে ফুল সরাচ্ছিল দোকানি, ভিডিও করায় সাংবাদিককে মারধর
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি