X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১২, বিদ্যালয়ে শিক্ষার্থী আসে ১৩ জন

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০০

কাগজে কলমে স্কুলের শিক্ষার্থী ভর্তি আছে ১৭৫ জন। তবে প্রতিদিন ক্লাস করে ১২-১৩ শিক্ষার্থী। শিক্ষক ও কর্মচারী আছে ১২ জন। সকালে ক্লাস শুরু হলেও স্কুল বন্ধ হয়ে যায় দুপুর ১টার মধ্যেই। এমনই করুণ চিত্র ময়মনসিংহ মহানগরীর শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের।

গত ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে, অধিকাংশ শ্রেণি কক্ষে চেয়ার-টেবিল থাকলে নেই শিক্ষার্থী। মাঠে ১২ থেকে ১৩ শিক্ষার্থীকে দেখা গেছে।

নবম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার বলে, হাজিরা খাতায় শিক্ষার্থীর নাম ওঠানো আছে। কিন্তু প্রতিদিন আমরা তিন থেকে চার জন ক্লাস করি। প্রত্যেক ক্লাসেই তিন-চার জন করে প্রতিদিন আসে স্কুলে। দুই চার জন করে এলেও স্যারেরা ক্লাস করিয়ে দুপুরের মধ্যেই ছুটি দিয়ে দেন। ফাঁকা ক্লাসে এভাবে লেখাপড়া করতে ভালো লাগে না।

সপ্তম শ্রেণির লাবনী আক্তার উর্মি বলে, অনেকেই স্কুলে ভর্তি থাকে, ক্লাস না করে বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। আমাদের সহপাঠীরা একদিন এলে দুই দিন আসে না। অনেকে মাঝেমধ্যে আসে।

শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১২, বিদ্যালয়ে শিক্ষার্থী আসে ১৩ জন

শান্তা নামে আরেক শিক্ষার্থী বলে, এই স্কুলে ভর্তি হয় বেশিরভাগ গরিব মানুষের পোলাপান। এ জন্য লেখাপড়ার প্রতি তেমন একটা গুরুত্ব দেয় না। স্কুল থেকেও তেমন একটা চাপ দেওয়া হয় না। এই কারণেই দিন দিন স্কুলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

প্রাক্তন শিক্ষার্থী কামরুন নাহার বলে, আমরা স্কুল থেকে এসএসসি পাস করে বের হয়ে গেছি। শিক্ষার্থী একেবারেই নাই, শ্রেণি কক্ষ ফাঁকা দেখলে আমাদের খুব খারাপ লাগে। শহরে অনেক স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা থাকে। কিন্তু আমাদের এই স্কুলে কেন শিক্ষার্থী ভর্তি হয় না এটা বুঝতে পারি না। তবে স্কুলের পরিবেশ ও লেখাপড়ার মান বাড়ানো গেলে নিশ্চয়ই শিক্ষার্থী ক্লাসে ফিরে আসবে।

আরেক প্রাক্তন শিক্ষার্থী সালমা আক্তার বলে, দুপুরের মধ্যেই স্কুল ছুটি হয়ে যায়। এরপরে স্কুলের মাঠের ভেতরে আশপাশের বখাটে ছেলেরা এসে নেশার আড্ডা জমায়। শতবর্ষী পুরনো স্কুল হওয়ার পরও নানা কারণেই এই স্কুলে আসতে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। তবে এর উন্নয়নে শিক্ষকসহ কমিটির নেতৃবৃন্দদের উদ্যোগ নেওয়া উচিত।

শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১২, বিদ্যালয়ে শিক্ষার্থী আসে ১৩ জন

প্রায় এক একর জমিতে ১৯২৭ সালে ব্রিটিশ আমলে ময়মনসিংহ নগরীতে মেয়েদের জন্য রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে স্কুলে শিক্ষকের ১৩ পদের মধ্যে ৯ জন আছেন। পাঁচ কর্মচারীর পদের বিপরীতে আছেন তিন জন। স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের পদ খালি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সিনিয়র শিক্ষক হাবিব উল্লাহ। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ খালি থাকায় স্কুলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। স্কুলে অনেক শিক্ষার্থী ভর্তি হয় কিন্তু শ্রেণি কক্ষে নিয়মিত আসে না। বিশেষ করে গরিব ঘরের মেয়েরা এই স্কুলে ভর্তি হয়। অভিভাবকরা সচেতন না হওয়ায় সন্তানদের স্কুলে আসার বিষয়ে তেমন একটা গুরুত্ব দেন না তারা। স্কুলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় অনেকটাই সমস্যা তৈরি হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া গেলে স্কুলের কিছুটা পরিবর্তন আসবে জানান তিনি।

গণিত বিষয়ের শিক্ষক প্রবীর কুমার সাহা জানান, স্কুল দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এভাবে একটা পুরনো স্কুল চলতে পারে না। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষক কর্মচারীরা যার যার মতো যখন খুশি স্কুলে আসে। কোনও নিয়মনীতি এই স্কুলে পালন হয় না। তবে স্কুলের লেখাপড়ার মান বাড়লে এবং উন্নয়ন হলে শিক্ষকরাও সম্মানিত হতো।

স্কুলে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল খালেক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথা শিক্ষক কর্মচারীরা কেউ তেমন একটা মানে না। শিক্ষক-কর্মচারীদের নিয়মিত স্কুলে আসার জন্য বলা হলেও তারা তেমন একটা তোয়াক্কা করে না। বারবার তাদেরকে সাবধান করা হচ্ছে এবং স্কুলে লেখাপড়া মান বাড়ানোর জন্য বলা হচ্ছে কিন্তু কিছুই কাজে আসছে না। তবে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে প্রক্রিয়া চলছে। নতুন প্রধান শিক্ষক আসলে স্কুলের উন্নয়ন হবে জানান তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নানা সমস্যায় জর্জরিত রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়। বিশেষ করে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক না থাকায় সমস্যা দিন দিন বাড়ছে। তবে প্রধান শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিয়েছে ব্যবস্থাপনা কমিটি। প্রধান শিক্ষক নিয়োগ হলে স্কুলের কিছুটা উন্নয়ন হতে পারে। তবে স্কুলে কর্মরত শিক্ষক কর্মচারীরা সম্ভবত যাতে করে আসে সে বিষয়টি খতিয়ে দেখবেন জানান তিনি।

জানা গেছে, বিদ্যালয়ে প্রতি মাসে শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রায় দুই লাখ টাকা করে দিচ্ছে সরকার।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস