X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং: অভিযোগ ভিত্তিহীন দাবি ছাত্রলীগ নেত্রীর

জামালপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৪:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৫:১১

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) এক শিক্ষার্থীর র‌্যাগিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী নূরে জান্নাত। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে জামালপুর পৌর শহরের শহীদ হারুন সড়ক এলাকায় একটি মিডিয়া হাউজে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

অভিযুক্ত নূরে জান্নাত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ও ফিসারি বিভাগের শিক্ষার্থী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে হলে ডেকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠে। গত ৩ এপ্রিল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নূরুন্নাহার বেগম হলের ২৩৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

লিখিত বক্তব্যে নূরে জান্নাত অভিযোগ করে বলেন, ‘ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থী ও প্রথম বর্ষের এক শিক্ষার্থী একই বাসায় থাকেন। সিএসি বিভাগের এক শিক্ষার্থী ও ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রীকে জড়িয়ে নানা ধরনের কথা বলেন ওই শিক্ষার্থী। এ নিয়ে তারা আমাকে জানান। পরে তাকে কল দিয়ে আমার সঙ্গে দেখা কতে বলি। দুই দিন পর তিনি আমার সঙ্গে দেখা করেন। এ সময় আমার সঙ্গে আমার রুমমেট ছিলেন। আমি তার সঙ্গে কুশল বিনিময় করি। কোথায় থাকেন, তার সঙ্গে কে কে থাকে সেসব বিষয়েও কথা বলি। পরে ওই বিষয়ে জানতে চাই। এর কিছু সময় পর ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। রাতে আমি আবার তার খোঁজখবর নিই। পরে তিনি আমার নামে র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছেন।’

তার দাবি, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিরোধীপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে।’

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘নূরে জান্নাত মিথ্যা বলছেন। আমাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং মানসিকভাবে নির্যাতন করেছেন। এখন তিনি মিথ্যা ও ভিত্তিহীন কথা বলছেন।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু