X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

চৌকিদারকে হত্যার দায়ে চার ভাইসহ ৭ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ১৮:৪৮আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৮:৪৮

ময়মনসিংহের গৌরীপুর থানার চৌকিদার রজব আলী হত‍্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এই রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া, আবু বকর, আতিউল্লাহ, মতিউর রহমান মতি ও ফকর উদ্দিন। এর মধ্যে তারা মিয়া পলাতক রয়েছেন। বাকিদের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের পুলিশ পরিদর্শক সুমন তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ১২ অক্টোবর গৌরীপুর উপজেলার বাহেরতলা এলাকায় আসামিদের হামলায় নিহত হন স্থানীয় চৌকিদার রজব আলী। এ ঘটনার একদিন পর ১৩ সেপ্টেম্বর নিহতের ছেলে হারুন অর রশিদ বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় হত‍্যা মামলা করেন। এরপর আসামিদের মধ্যে একজন মারা যান।

তিনি বলেন, ওই মামলায় বাকি আসামিদের মধ্যে সাত জনের বিরুদ্ধে বাদীর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

এ ছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন- আহসান উল্লাহ, আক্কাস আলী ও আবাদ উল্লাহ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সঞ্জীব সরকার এবং আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান।

এদিকে, এই রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামিদের স্বজনরা এই রায়ে ন‍্যায়বিচার পাননি বলে দাবি করেন। এক আসামির স্বজন মমিনুল ইসলাম রুবেল বলেন, আমরা এই রায়ে ন‍্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। 

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কদ্দুছ, তারা মিয়া, হাদিস মিয়া ও আবু বকর আপন ভাই। তারা গৌরীপুর উপজেলার বাহেরাতলা গ্রামের মোকাল হোসেন মুন্সির ছেলে।

/এফআর/
সম্পর্কিত
২০০১ সালে আলোচিত সেই ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
বিষ প্রয়োগে স্বামীকে হত্যার ১৮ বছর পর স্ত্রীর যাবজ্জীবন
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ