জামালপুরের মেলান্দহ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে অতিথি করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
রবিবার (২৫ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলান্দহে মেলা উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয় এবং পরে উপজেলা পরিষদের হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। এ সময় একই মঞ্চে সহকারী কমিশনার ও মেলান্দহ থানার ওসি সফিকুল ইসলামের সঙ্গে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ। এতে রাজনৈতিক বিতর্কের জন্ম নেয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, উমির উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার, কানুনগো বেলাল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ হারুন অর রশিদ বলেন, আমি জিয়াউর রহমানের সঙ্গে মুক্তিযুদ্ধ করেছি, এটা আমার অহংকার। তিনি ছিলেন কমান্ডার, আমি ছিলাম সিপাহী।
মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই অনুষ্ঠানে গিয়েছিলাম।
ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে বলেন, ভূমি মেলা ২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভায় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সৈয়দ হারুন অর রশিদ একজন মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত হলেও তিনি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এ তথ্য আমার জানা ছিল না। আমন্ত্রণের ক্ষেত্রে আমার আরও সচেতন থাকা উচিত ছিল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে আমি সতর্ক থাকবো।