X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যশোরের আ. লীগ নেতা আলী রেজা রাজু আর নেই

যশোর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ১৯:৪০আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২০:৪৭

আলী রেজা রাজু বর্ষীয়ান রাজনীতিবিদ, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আলী রেজা রাজু দীর্ঘদিন যাবত কিডনিসহ নানা রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন ধরে আলী রেজা রাজুর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। এ জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার দুপুর ১২টা ৪৯ মিনিটে লাইফ সাপোর্ট খুলে দিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করেন আলী রেজা রাজুর সর্বক্ষণিক সহচর দেবাশীষ দাস দেবু। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনও একই কথা বলেছেন।

আলী রেজা রাজুর স্বজনরা জানিয়েছেন, তার মহদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

রাজু’র প্রথম নামাজে জানাজা আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। পরে তার লাশ হেলিকপ্টারে করে যশোরে নেওয়া হবে।

আলী রেজা রাজুর সন্তানদের মধ্যে দুইজন বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তারা ফেরার ওপর নির্ভর করছে বাবার দাফন।

আলী রেজা রাজু ষাটের দশকে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসেন। তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, যশোর সদর আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

যশোরে বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের যোগদান করেন এবং সে বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন। তিনি ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটোর ঘনিষ্ট বন্ধু ছিলেন।

সংসদ সদস্য ছাড়াও আলী রেজা রাজু বিভিন্ন সময় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং যশোর পৌরসভার চেয়ারম্যান (মেয়র), যশোর পৌরসভার কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হন।

আরও পড়ুন- 

রক্তে ভেজা নিসে রক্তের জন্যই হাহাকার
বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ বিশিষ্টজনদের

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা