X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ভাবিকে হত্যার দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ২০:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:৩৮

আইন-আদালত গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাবিকে হত্যার অভিযোগে এক দম্পতির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাপাসিয়া উপজেলার ভিটিরটেক এলাকার আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা। এছাড়াও মামলা চলাকালে দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল জানান, কাপাসিয়া উপজেলার ভিটিরটেক এলাকায় জমির আইল কাটা নিয়ে ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি দুপুরে মুক্তিযোদ্ধা সফিউদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুনের সঙ্গে দুই ভাই আফসার উদ্দিন ও মাঈনুদ্দিন এবং তাদের স্ত্রী রওশন আরা ও স্ত্রী জরিনা খাতুনের কথা কাটাকাটি হয়।একপর্যায়ে মাঈনুদ্দিন ও তার স্ত্রী জরিনা ভাই সফিউদ্দিনকে দা দিয়ে ও ভাবি রহিমা খাতুনকে কোদাল দিয়ে আঘাত করলে তারা গুরুতর জখম হন। তাদের প্রথমে নরসিংদীর মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৩০ জানুয়ারি রহিমা খাতুনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই ফাইজুদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন। মামলায় আফসার উদ্দিন, মাঈনুদ্দিন, রওশনা আরা ও জরিনাকে আসামি করা হয়। পরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচার কাজ শুরু হয়। কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ ১৯৯৮ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালে ২০১১ সালে মাঈনুদ্দিন ও তার স্ত্রী জরিনা মারা যাওয়ায় তাদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ  বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা উপস্থিত ছিলেন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট হাফিজ উল্লাহ দর্জি ও আলেয়া আক্তার।

/বিটি/

আরও পড়ুন:

৭ লাশ নিয়ে যাওয়া সেই ৩ ট্রলারচালক কোথায়? 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু