X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সনদ জালের অভিযোগে ২ সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

লালমনিরহাট প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ১২:০০আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৩:৪৩

সাময়িক বরখান্তের চিঠি জাল সনদে চাকরি করার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার গবাই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক তহমিনা খানম।  ২০১১ সালে গবাই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। এরপর ২০১৩ সালের ১ জুলাই শিক্ষকদের এমপিও করা হয়। ইতোমধ্যে তারা বেতন-ভাতাও উত্তোলন করেছেন।  

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত প্রতিবেদনে জানা গেছে, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ২০১১ সালে গবাই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন নিয়োগ কমিটির কাছে ভুয়া বিএসএস পাসের সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ নেন। কিন্তু সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল-এমরান খন্দকারের নেতৃত্বে তদন্তকালে তিনি দাখিল পাস ও এইচএসসি পাসের মূল সনদপত্র দেখালেও বিএসএস পাসের কোনও সদনপত্র দেখাতে পারেননি। অপরদিকে সহকারী শিক্ষক তহমিনা খানম ভুয়া এইচএসসি পাসের সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ নেন। কিন্তু কমিটির কাছে দাখিল করা তার এসএসসির সনদে পাসের সাল ১৯৯৮ থাকলেও তদন্তকালে ওই শিক্ষক এসএসসি পাসের যে সনদপত্র উপস্থাপন করেন তাতে ১৯৯৩ সাল লেখা রয়েছে। এছাড়াও তিনি এইচএসসি পাসের কোনও সনদপত্র দেখাতে পারেননি। ফলে তাদেরকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার।  

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল-এমরান খন্দকারের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার হাতে পাওয়ার পর গত ১৯ এপ্রিল ওই দুই সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেন। যার স্মারক নং জেপ্রাশিঅ/লাল/এফ-সামঃ বরঃ /২০১৭/৯৯৫।

জানা গেছে, স্থানীয় দিপু দেব নামে এক যুবক জাল সনদপত্রে শিক্ষকতা করার অভিযোগ করে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর ই-মেইল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঢাকা থেকে উপ-পরিচালক (তদন্ত ও শৃঙ্খলা) মো. রাজা মিয়া বৃহস্পতিবার সরেজমিনে লালমনিরহাটে তদন্তে আসেন। তবে ওই দুই শিক্ষক তদন্ত কর্মকর্তার সামনে হাজির হননি। এ প্রসঙ্গে  মো. রাজা মিয়া বলেন, ‘আমি ঢাকায় ফিরে ওই দুই সহকারী শিক্ষককে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ সাত দিনের মধ্যে হাজির হওয়ার জন্য চিঠি পাঠাব। এরপর সার্টিফিকেটগুলো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার জানান, দ্বিতীয় তদন্ত কমিটির মতামত প্রতিবেদন পাওয়ার পর ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া