X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগ নেতা নিহত

নড়াইল প্রতিনিধি
২৫ মে ২০১৭, ১৫:১৪আপডেট : ২৫ মে ২০১৭, ১৫:১৭

নড়াইল নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। কালিয়া উপজেলা আওয়ামী লীগের  সহ সভাপতি মোফাজ্জেল হোসেন শেখকে (৫২)বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

নিহত মোফাজ্জেল হোসেন পিরোলী ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যার সমর্থক ছিলেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গত ২৩ মে পিরোলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  জারজিদ মোল্যা চেয়ারম্যান পদে বিজয়ী হন। এরপর থেকে বিজয়ী এবং পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান ইকবাল ও তার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। পরাজিত প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন নির্বাচনকালীন সর্বশেষ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল ইসলাম বাবু।

বৃহস্পতিবার সকালে পেড়লীর মহসিন মোড় এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের ওপর প্রথমে হামলা চালায়। এ সময় পাঁচজন আহত হন। পরে নৌকার সমর্থকরা বিজয়ী প্রার্থীর সমর্থক কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন, ছেলে সাদ্দাম হোসেন ও মোফাজ্জেলের ভাই শামীমসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত মোফাজ্জেলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কালিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুল গনি মিয়া জানান।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতার আশঙ্কায় অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপনাদের অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন: প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল
পরাজিত হইনি পরাজিত হবো নাআপনাদের অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন: প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল
৫ অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে, ঢাকায়ও গরম বেড়েছে
৫ অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে, ঢাকায়ও গরম বেড়েছে
গাজাগামী জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলি হামলা
গাজাগামী জর্ডানের ত্রাণবহরে ইসরায়েলি হামলা
বাংলাদেশ-সৌদির উদ্যোগে ইউরিয়া সার কারখানার সমীক্ষা সম্পন্ন
বাংলাদেশ-সৌদির উদ্যোগে ইউরিয়া সার কারখানার সমীক্ষা সম্পন্ন
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার