X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু, ৩৫ জন হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো
১২ জুলাই ২০১৭, ১৯:০৪আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১১:৪৯

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী) অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত চার দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার দুর্গম পাহাড়ে বসবাসকারী ত্রিপুরা গোষ্ঠীর ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারই মারা গেছে চারজন। একই ধরনের অসুস্থতায় আরও ৩৫ শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী ধরনের রোগে এসব শিশুরা আক্রান্ত হয়েছে তা এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে জানাতে পারেননি চিকিৎসকরা।  সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী)

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা আক্রান্ত এক শিশুর বাবা শশী কুমার জানিয়েছেন, ৪-৫দিন আগে তার মেয়ে এই রোগী আক্রান্ত হয়। প্রথমে তারা ধরে নিয়েছিলেন এটি স্বাভাবিক রোগ। কিন্তু স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ‘আমার মেয়ের প্রথমে জ্বরের উপসর্গ দেখা দেয়। পরে ধীরে ধীরে তার শরীরে ফুসকুড়ি, পাতলা পায়খানা, পেটে ব্যাথায় আক্রান্ত হয়।’ সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী)

আক্রান্তদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ হাসপাতালে ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আরও ৯ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ছবি: রবিন চৌধুরী)

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুল রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অজ্ঞাত রোগে সীতাকুণ্ড এলাকার সোনাইছড়ি বার আউলিয়া এলাকার গহীন জঙ্গলে বসবাসকারী ত্রিপুরা পল্লীতে এখন পর্যন্ত ৯ জন শিশু মারা গেছে। শিশুগুলো কী রোগে মারা গেছে তার প্রকৃত কারণ জানা যায়নি। আমরা ঘটনাস্থলে গিয়ে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেছি।’

তিনি আরও জানান, 'রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারদের একটি টিম এলাকায় আসছে। উনারা এসে রোগটি শনাক্ত করবেন।'

/এফএস/ 

আরও পড়ুন- ঠাঁই নেই হৃদরোগ হাসপাতালে!

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরায়েলি বাহিনী
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
কাওরানবাজারে প্রাইভেটকারে আগুন
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র