X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মানিকগঞ্জে আতঙ্ক: ৬ মাসে কুকুরের কামড়ে আহত চার হাজার জন

মতিউর রহমান, মানিকগঞ্জ
২২ জুলাই ২০১৭, ২০:১৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:৩৮

মানিকগঞ্জে বেওয়ারিশ কুকুরের কারণে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা কুকুর আতঙ্কে রয়েছেন মানিকগঞ্জের লাখো মানুষ। শহরের পাশাপাশি গ্রামে বেওয়ারিশ কুকুরের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে কুকুরের কামড়ে আহতের ঘটনাও। গত ৬ মাসে কমপক্ষে চার হাজার জনকে কামড়েছে কুকুর। গত শুক্রবার (২১ জুলাই) একদিনেই কুকুরের কামড় খেয়েছেন ৬৫ জন। রেহাই পাচ্ছে না গরু-ছাগলও। এ অবস্থায় মানিকগঞ্জে জনসাধারণ বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদুল আলম এক পরিসংখ্যান দিয়ে বলেন, ‘জেলায় বর্তমানে ৫০ হাজারের বেশি কুকুর রয়েছে। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও  বেশি। এই কুকুরের ৯৯ শতাংশই বেওয়ারিশ।’ তিনি আরও বলেন, ‘সরকারিভাবে কুকুরের নির্দিষ্ট কোনও পরিসংখ্যান নেই। তবে সরকারি হিসেবে গত এক বছর ৪ মাসে জেলায় কুকুর বৃদ্ধি পেয়েছে ২২ হাজার ৭০০টি।’

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘পৌর এলাকায় যে পরিমাণ কুকুর রয়েছে আর রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে কুকুরকে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।’ মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, ‘হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার কারণে আমাদের পক্ষে কুকুর নিধন করা সম্ভব নয়।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ‘অভয়ারণ্য বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে কুকুর নিধন বন্ধে হাইকোর্টে একটি রিট আবদেন করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন কুকুর নিধন নিষিদ্ধ ঘোষণা করেন। স্বাস্থ্য অধিদফতরের এক পরিসংখ্যানে জানা যায়, ২০১৫ সালে মানিকগঞ্জ জেলায় কুকুর ছিল ২৭ হাজার ৩০০। ‘মাক্স ডগ ভ্যাকসিন’ প্রকল্পের আওতায় জেলায় ওই বছরের অক্টোবরে ২২ হাজার ৭৭৭টি কুকুরকে দুই বছর মেয়াদি ভ্যাকসিন দেওয়া হয়।

কুকুরের কামড়ে আহত এক ব্যক্তি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নিয়েছেন তিন হাজার ১৪৪ জন আর অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত হয়ে ভ্যাকসিন নিয়েছেন এক হাজার ৬১৬ জন। মোট ৪ হাজার ৭৬০ জনের বিপরীতে সরকারি বরাদ্দ ছিল মাত্র ৯৯০টি ভ্যাকসিন। ২০১৫ সালে কুকুরের ভ্যাকসিন নিয়েছেন ২ হাজার ৯৫৭ জন আর অন্যান্য প্রাণীর ভ্যাকসিন নিয়েছেন ১ হাজার ১৮৪ জন। বিপরীতে সরকারি বরাদ্দ ছিল মাত্র ১ হাজার ১৮টি ভ্যাকসিন। তার আগের বছর কুকুরের ভ্যাকসিন নিয়েছেন ২ হাজার ৮৫০ জন আর অন্যান্য প্রাণীর ভ্যাকসিন নিয়েছেন ১ হাজার দুই জন। মোট ৩ হাজার ৮৫২ জনের বিপরীতে সরকারি ভ্যাকসিন বরাদ্দ ছিল মাত্র ৫৫৬টি।

মানকিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক লুৎফর রহমান জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলমের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘হাসপাতালে বর্তমানে কুকুরের কামড়ের পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। গত মাসে ২৪০ ভায়াল ভ্যাকসিন বরাদ্দ এসেছে। ডাক্তার লুৎফর রহমান বলেন, ‘কুকুরের উপদ্রব খুবই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে কুকুরের জন্মনিয়ন্ত্রণ করলে এদের সংখ্যা বৃদ্ধি ঠেকানো যাবে।’

/এএম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
লিচু নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ মে, ২০২৪)
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
সাপ্তাহিক ডিজিটাল সেভিংস সেবা চালু করলো বিকাশ
একান্ত আলাপে অস্কারজয়ীর মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪সোনার বাংলা, আই ওয়ান্ট টু ভালোবাসি: এ আর রাহমান
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ