X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিরপেক্ষ নির্বাচন হলে আ.লীগ কোনোভাবেই জিতবে না: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ২৩:৩৮আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২৩:৪৬

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল (ছবি- প্রতিনিধি)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামীতে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তবে সে নির্বাচনে বিএনপি জয়ী হবে, আওয়ামী লীগ কোনোভাবেই জিতবে না। আর এ কারণেই তারা বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এই সেই সংবিধান, যা অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে আওয়ামী লীগ তৈরি করেছে।’

শনিবার (২৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা শিল্পনগরী এলাকায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টিকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, ‘সংসদে এক গৃহপালিত বিরোধী দল আছে। সরকার যা বলে তারাও তাই করে!’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা কিছুদিন ধরে খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে নানান কথা বলে বেড়াচ্ছেন। খালেদা জিয়ার লন্ডনে যাওয়া নিয়ে তাদের এতো মাথাব্যথা কেন! খালেদা জিয়া নড়াচড়া করলে তাদের কী সমস্যা হয়?’

তিনি আরও বলেন,  ‘খালেদা জিয়া যাতে জনগণের সামনে দাঁড়িয়ে বক্তৃতা না দিতে পারেন সেজন্য তারা সোহরাওয়ার্দী উদ্যান দিতে চায় না, খালেদা জিয়া যাতে জনগণের সামনে যেতে না পারেন সেজন্য তারা খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক রাখে। খালেদা জিয়াকে এতো ভয় পাও কেন তারা? কারণ, তারা জানে, খালেদা জিয়া মানুষের সামনে দাঁড়ালে তারা তুষের মতো উড়ে যাবে। একই কারণেই বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক মামলা দিয়ে দেশে আসতে দিতে চাইছে না সরকার।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের সব স্তম্ভ ধ্বংস করেছে। জুডিশিয়াল বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। প্রধান বিচারপতি পর্যন্ত এই অভিযোগ তুলছেন। আইন-শৃঙ্খলা বাহিনীকে তারা পকেটস্থ করেছে। তারা বলছে, তোমরা যা খুশি করো, কেবল আমাদের গদিতে রেখো।’

তিনি বলেন, ‘অতীতে বিএনপিকে বার বার ভাঙার চেষ্টা হয়েছে। অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, অনেককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্যসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। তারপরও বিএনপির একজন নেতাকর্মীকে বিএনপি থেকে সরানো যায়নি। এ কথাই প্রমাণ করে, বিএনপি জনগণের দল, এ দলকে  ভাঙা যায় না। এই দল ফিনিক্স পাখির মতো, যত ধ্বংস করার চেষ্টা করা হবে, ততই জেগে উঠবে এবং দেশময় ছড়িয়ে যাবে।’

তিনি বলেন, ‘আজকে দেশে যে সংকট বিরাজ করছে, তা শুধু বিএনপি বা বেগম খালেদা জিয়ার নয়। এই সংকট বাংলাদেশের প্রতিটি মানুষের। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। আজকে আমাদের সভা করতে হলে প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়। প্রশাসন যদি দয়া করে, আমরা সভা করতে পারি। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র, আর এই আওয়ামী লীগই গণতন্ত্রের জন্য বড়াই করে, মায়া কান্না করে! মূল ব্যাপার হলো, ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ গণতন্ত্রকে ব্যবহার করে, ক্ষমতায় গেলে গণতন্ত্রের কথা ভুলে যায়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার আবু জাফর আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নিবার্হী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন,  সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, কেন্দ্রীয় নেতা এম বদিউজ্জামান খসরু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ