X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নাটোরে জঙ্গি আসলাম গ্রেফতার: কেউ দেখেননি, সবাই শুনেছেন!

নাটোর প্রতিনিধি
৩০ জুলাই ২০১৭, ০০:১১আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১০:৫০

আসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশ

গুলশান হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জঙ্গি মো. আসলাম ওরফে রাশেদ ওরফে র‌্যাশকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতারের সময় কেউ দেখেননি। তবে সবাই শুনেছেন। শনিবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকার স্থানীয়রা এমনটাই জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে।

এমনকি সে কোথা থেকে, কেন বা কীভাবে সিংড়ায় এসেছিল তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ। গ্রেফতার অভিযানে অংশ নেওয়া বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মণ্ডল জানান, কেন বা কীভাবে সে সিংড়া এসেছিল এ ব্যাপারে ঢাকার পুলিশই সব বলতে পারবেন । তবে তার দাবি, আসলামকে ভোর ৫টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে অভিযানে অংশ নেওয়া ঢাকা থেকে আসা পুলিশের টিমটি তাকে ঢাকায় নিয়ে গেছেন।

এ ব্যাপারে সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। তাই এ বিষয়টি তার জানা নেই। তবে এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, অভিযানের বিষয়টি তিনি জানতেন না। এছাড়া তার থানার কোনও সদস্য এই অভিযানে অংশ নেননি।

এ গ্রেফতারের ব্যাপারে সিংড়া বাসস্ট্যান্ড এলাকার কসমেটিক্স ব্যবসায়ী আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসস্ট্যান্ড এলাকার একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। এসময় একটি সাদা মাইক্রোবাস থেকে কিছু মানুষকে নামতে দেখেন তিনি। কয়েকজনের হাতে ওয়্যারলেস থাকায় পুলিশ বলে মনে করা হয় তাদেরকে। গাড়ি থেকে নেমে ওই তারা কাউকে খোঁজ করছিলেন মনে হওয়ায় ঝামেলা এড়াতে দ্রুত ওইস্থান ত্যাগ করেন আক্তার ও তার কর্মচারীরা। পরে শুক্রবার দুপুরে মিডিয়ার মাধ্যমে বাসস্ট্যান্ড এলাকায় জঙ্গি গ্রেফতারের খবর জেনেছেন বলেও জানান তিনি।

বাসস্ট্যান্ড এলাকার চায়ের দোকানদার রবিউল জানান, তিনি সারা রাতই দোকান খোলা রাখেন। শুক্রবার ভোরের দিকে একটি গাড়িতে তিনি পুলিশ দেখেছেন। কিন্তু কাউকে গ্রেফতার করতে দেখেননি।

সেখানকার একটি হোটেলের মালিক আব্দুল লতিফ জানান, ওই রাতে হোটেল পরিচালনার দায়িত্বে ছিলেন তার ছেলে সোহেল। তিনিও কাউকে গ্রেফতার করতে দেখেননি, পরে গ্রেফতারের খবর শুনেছেন।

এ ব্যাপারে সিংড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার দুপুরের দিকে তিনি গ্রেফতারের বিষয়টি শুনেছেন। তবে গ্রেফতারের কোনও প্রত্যক্ষদর্শী তিনিও পাননি।

সিংড়া বাসস্ট্যান্ড এলাকার পৌর মসজিদের নিয়মিত মুসল্লি ও স্থানীয় আতাহার আলী জানান, পৌর মসজিদে ফজরের নামাযের জামাত ৪টা ৫০ মিনিটে। শুক্রবার ভোরে ফজরের নামাযের নির্ধারিত সময়ের আগেই তিনি বাসস্ট্যান্ড হয়ে মসজিদে গিয়েছিলেন। যাওয়ার সময় সেখানকার নিয়মিত টহল পুলিশের গাড়ি ছাড়া অতিরিক্ত পুলিশ দেখেননি তিনি। নামাজ শেষ করে সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে মসজিদ থেকে বের হয়ে নিজ বাড়িতে পৌঁছেন। এসময় তিনি কোনও অতিরিক্ত পুলিশ বা কাউকে গ্রেফতার করতে দেখেননি।

স্থানীয়দের দাবি, আসলামের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা থেকে কালিগঞ্জ রোড হয়ে সিংড়ায় আসা সম্ভব। কিন্তু আসলামের চাচাদের দাবি, গত দুই বছর থেকে আসলামরা তাদের গ্রামে বা তাদের বাড়িতে আসেননি।

/এএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা