X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরগুনায় আনসার ভিডিপি প্রশিক্ষণে টাকা আদায়ের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১৫:৫৩আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৫:৫৩

বরগুনা বরগুনা সদর উপজেলার গগন আলী গ্রামে আনসার ভিডিপি (গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ) প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। টিআই কিরণ বালা ও তার সহযোগীরা অতিথি আপ্যায়নের কথা বলে ৬৪ প্রশিক্ষণার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেয় বলে জানা গেছে। এছাড়াও সার্টিফিকেট না দেওয়ার ভয় এবং গ্রেড বেশি দেওয়ার লোভ দেখিয়েও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন টিআই কিরণ বালা।

গত ১৯ নভেম্বর থেকে গগন আলী গ্রামে ১০ দিনব্যাপী আনসার ভিডিপি প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে ৬৪ প্রশিক্ষণার্থী অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত থাকেন ৪০-৪৫ জন। বাকিরা টাকা দিয়ে সার্টিফিকেট নেবে বলে প্রশিক্ষণে অংশ নিচ্ছে না এমন অভিযোগ পাওয়া গেছে। টিআই কিরণ বালা ও তার লোকজন টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রশিক্ষণার্থী।

প্রশিক্ষণার্থী শহিদুল ইসলাম বলেন, ‘প্রশিক্ষণ নিতে আসলে প্রথম দিনই আমাদের কাছ থেকে অতিথি আপ্যায়নের কথা বলে ২০০ টাকা করে নিয়েছে। আবার সার্টিফিকেটে ভালো গ্রেড দেওয়ার জন্যও টাকা চাওয়া হচ্ছে।  কেউ প্রতিবাদ করলে সার্টিফিকেট না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’

আরেক  প্রশিক্ষণার্থী  মো. আতাউর রহমান বলেন, ‘প্রশিক্ষণ নিতে আসার পর ২০০ টাকা করে দিতে বলেছে। টাকা না দিলে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেটে ভালো গ্রেড না দেওয়ার কথাও বলেছে।’

এ সব অভিযোগ অস্বীকার করে টিআই কিরণ বালা বলেন, ‘আমি কারও হাত থেকে টাকা নেইনি। শুনেছি নাস্তা করার জন্য টাকা উঠিয়েছে। সবাইকে নিয়ে নাস্তাও করা হয়েছে।’

এ সময় তিনি আরও বলেন, ‘একটি গ্রামে প্রশিক্ষণে গেলে গ্রামের লোকজন আমাদের আপ্যায়ন করায়।’

অনিয়মের বিষয়ে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. কামাল হোসেন বলেন, ‘ভিডিপি প্রশিক্ষণ একদম ফ্রি করানো হয়। প্রশিক্ষণ চলাকালীন সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের প্রতিদিন ৯০ টাকা করে দেওয়া হয়। সেক্ষেত্রে কোনও টাকা নেওয়ার প্রশ্নই আসে না।’

তিনি জানান, এ বিষয়ে প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা