X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস পালনের নামে যুবলীগ নেতার চাঁদাবাজি

সাভার প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ০৪:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৪:৩২

লটারির মাধ্যমে চাঁদাবাজি মহান জাতীয় বিজয় দিবস পালনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবীর সরকারের বিরুদ্ধে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার নামে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে লটারি দিয়ে জোর করে  টাকা আদায় করছে এই নেতার লোকজন। তবে কবীর সরকারের দাবি, অনুষ্ঠান আয়োজন করতে অনেক টাকার প্রয়োজন। তাই জোর করে নয়, ঘুরে ঘুরে লটারি বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ২-৩ টি লটারির বই জোর করে তাদের হাতে দিয়ে তিন থেকে চার হাজার করে টাকা নিয়েছে যুবলীগের নেতাকর্মীরা।

স্থানীয় সিয়াম স্টোরের মালিক আইয়ুব আলী জানান, কবীর সরকারের সমর্থক ইয়ারপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আমজাদ হোসেন তাকে লটারি বিক্রি করে দেওয়ার জন্য দু’টি বই দিয়েছেন। ইতোমধ্যে তিনি ১০০ লটারির টিকেট বিক্রি করে ওই যুবলীগ নেতার কাছে টাকাও দিয়ে দিয়েছেন।

শহীদ নামে স্থানীয় এক ব্যক্তি জানান, যুবলীগের নেতাকর্মীরা তাকে  দুটি লটারির বই দিয়ে জোর করে  চার হাজার টাকা নিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে যুবলীগের একাধিক নেতাকর্মী জানায়, বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরই এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠান পরিচালনা করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় । এ কারণেই  এবার লটারি বিক্রি করে  টাকা তোলা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকার জানান, আমরা কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করছিনা। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে লটারি কেনার জন্য অনুরোধ করেছি।

ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা ভালো উদ্যোগ। তবে বিজয় দিবসের অজুহাতে লটারি বিক্রি ও জোর করে টাকা আদায়ের কোনও ঘটনা ঘটে থাকলে এর বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান বলেন, বিজয় দিবস উদযাপনের নামে লটারি বিক্রি অবৈধ। এ বিশয়্নষয়ে আশুলিয়া থানা পুলিশের মাধ্যমে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক