X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০৩ জানুয়ারি ২০১৮, ১৭:২০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:২০

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম নতুন সেনানিবাস স্থাপন, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ আসে।  তবে সেখান থেকে পাঁচ কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামের বিরুদ্ধে। আরও ১০ কোটি টাকা আত্মসাতের চেষ্টা জেলা প্রশাসনের কাছে ধরা পড়েছে। জেলা হিসাবরক্ষণ অফিসে এ সংক্রান্ত হিসাবের আরও কয়েক কোটি টাকা গরমিলের জন্যও কর্তৃপক্ষ এখন ওই কর্মকর্তাকে দায়ী করছে।

সংশ্লিষ্টরা বলছেন, এত বড় দুর্নীতি হিসাবরক্ষণ কার্যালয় ও সোনালী ব্যাংকের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। মো. সেতাফুল ইসলাম এখন বদলি হয়ে পিরোজপুরে কর্মরত আছেন। 

জানা গেছে, অভিযুক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে এজন্য ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে গত ১ জানুয়ারি চিঠি দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী। একই দিন পৃথক চিঠিতে বিভাগীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন তিনি। তাছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে দুর্নীতি দমন কমিশনকে আরেকটি চিঠি দিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরীর চিঠিতে বলা হয়, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম গত ৫ ডিসেম্বর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা স্বাক্ষরিত পাঁচ কোটি টাকার একটি এমব্রোস চেক (কোড নম্বর-০-০৭৪২-০০০০-৯৪০১) নিয়ে পরের দিন ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারীদের বেতনভাতার নামে খোলা সোনালী ব্যাংকের চলতি হিসাবে ( হিসাব নম্বর : ৩৪১১২০০০০০২৮৪) জমা দেন।  এ হিসাব নম্বর থেকে ওই দিনই তিনি চেকের মাধ্যমে দুই কোটি টাকা এবং পরের দিন ৭ ডিসেম্বর আরেকটি চেকের মাধ্যমে দুই কোটি ৯৪ লাখ টাকা তোলেন। বাকি ছয় লাখ টাকা তপন ইন্ড্রাস্ট্রিজের নামে পাঠান।

জানা গেছে, প্রতিটি এলএ কেসের বিপরীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নামে পৃথক পৃথক চেক ইস্যু করার নিয়ম। কিন্তু ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আত্মসাতের জন্য অভিনব কৌশলে ওই টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান,  কিশোরগঞ্জ সোনালী ব্যাংক বরাবর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দেওয়া এমব্রোস চেকে প্রাপক হিসেবে ভূমি হুকুম দখল কর্মকর্তা, কিশোরগঞ্জ লেখা হয়। জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অফিস থেকে সেতাফুল ইসলাম স্বাক্ষরিত অপর একটি এলএ চেক (নম্বর-০১০৪৩৪) পাওয়া যায়। এই চেকের মাধ্যমে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বরাবর আরও ১০ কোটি টাকার এমব্রোস পাঠানোর অপেক্ষায় ছিল। সেই চেকটি জব্দ করে জেলা প্রশাসন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়,  ইস্যুকৃত চেকের সঙ্গে কেস নথি, রেজিস্টার, লেজার বই ইত্যাদির ব্যাপক ফারাক রয়েছে। এমনকি হিসাবরক্ষণ অফিসের স্থিতির সঙ্গে লেজার বই ও হিসাবরক্ষণ অফিসের স্থিতির ৭ কোটি ২ লাখ ৬২ হাজার ১৩১ টাকার গরমিল লক্ষ্য করা যায়। এর বাইরে আরও ৬১টি চেকের ৮ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার গরমিল পাওয়া যায়। এর জন্যও এখন সেফাতুল ইসলামকে দায়ী ভাবা হচ্ছে।

অর্থ আত্মসাৎ বিষয়ে এক সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর বলেন, ‘তদন্তে টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। জেলা প্রশাসককে দেওয়া প্রতিবেদনে এসব বিস্তারিতভাবে জানানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে সবকিছু বলা সম্ভব হচ্ছে না।’

জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ভূমি অধিগ্রহণ কর্মকর্তার দেওয়া চেক ও অ্যাডভাইস যাচাই-বাছাই করার বিষয়টি আমাদের এখতিয়ারে রয়েছে। তবে সেফাতুল ইসলাম একটি অফিস আদেশ জারি করায় আমরা সবকিছু যাচাই করতে পারিনি। এ বিষয়ে তদন্ত চলছে। তাই বিস্তারিত কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত সেতাফুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, ‘প্রাথমিক তদন্তে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/বিএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
লাপাতা লেডিস: বিস্ময় জাগানো কে এই তরুণ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?