X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সরকার জনগণের ভালোবাসার পরোয়া করে না: এরশাদ

রংপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৭

রংপুরে জনসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সরকার জনগণের ভালোবাসার পরোয়া করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন,‘চালের দাম প্রতিনিয়ত বাড়ছে। সরকার কোনোভাবেই এর লাগাম ধরে রাখতে পারছে না। প্রতি কেজি মোটা চাল এখন ৬০ টাকা। অথচ সরকার বলেছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। সরকারের এসব দিকে কোনও দৃষ্টি নাই। তাদের একটাই দৃষ্টি কী করে ক্ষমতায় থাকা যায়। কিন্তু ক্ষমতায় থাকতে হলে জনগণের ভালবাসা লাগে, সেটা এই সরকার পরোয়া করছে না।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে রংপুর সদর উপজেলার মমিনপুরে সেন্টারের হাট উচ্চ  বিদ্যালয় মাঠে সদর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ‘বর্তমান সরকার দেশে পুলিশি শাসন কায়েম করেছে। তারা অস্ত্রের জোরে ক্ষমতায় থাকতে চায়। দেশের জনগণ এটা মানে না। তারা পরিবর্তন চায়, জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পাগলাপীর ঠাকুরপাড়া হিন্দু গ্রামে তাণ্ডবের ঘটনায় পুলিশ নিরীহ গ্রামবাসীদের গ্রেফতার করার নামে হয়রানি করছে। পুলিশ রেড দিয়ে গ্রামের পর গ্রাম পুরুষশূন্য করে ফেলেছে। পুলিশের এই অত্যাচার আমরা মানি না। এটা বন্ধ করতে হবে।’

মশিয়ার রহমান রাঙ্গা জনসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও জাপা নেতা মশিয়ার রহমান রাঙ্গা বলেন, ‘পুলিশের নির্যাতনে মমিনপুর ও আশপাশের গ্রামের কোনও পুরুষ বাড়িতে থাকতে পারছে না। আমিও সরকারের একজন মন্ত্রী। অন্যায়ভাবে জাতীয় পার্টির নেতাকর্মীদের হয়রানি, মারধর করা হয় যার পরিণতি ভালো হবে না।’

তিনি আরও বলেন, ‘ঠাকুরপাড়া, হিন্দুপাড়া গ্রামে যারা হামলা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে তাদের গ্রেফতার করুন।’ অন্যায়ভাবে নিরাপরাধ মানুষকে গ্রেফতার করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেন রাঙ্গা।

সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার