X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিমান দুর্ঘটনায় নিহত পিয়াস রায়ের বাড়ি বরিশালে

বরিশাল প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ০৩:৩৫আপডেট : ১৩ মার্চ ২০১৮, ০৩:৪৫

বুড়িমারী জিরো পয়েন্টে পিয়াস (ছবি- প্রতিনিধি)

ঘুরতে ভালোবাসতেন বরিশালের পিয়াস রায়। তিনি দেশের নানা জায়গা ভ্রমণ করেছেন। বেড়ানোর জন্য বিদেশেও গিয়েছেন বার কয়েক। সর্বশেষ হিমালয় কন্যার রূপ দেখতে চেয়েছিলেন। তাই প্রথম বারের মতো নেপালে যেতে ইউএস বাংলার ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজে চড়েছিলেন। কিন্তু কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগেই উড়োজাহাজটি বিধ্বস্ত হলে আরও ২৪ জন বাংলাদেশির সঙ্গে তিনিও নিহত হন।

পিয়াসের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি গ্রামে। তবে তিনি বরিশাল নগরীর বগুড়া রোডের এম এ গফুর সড়ক সংলগ্ন বাসায় বাবা-মার সঙ্গে থাকতেন। পিয়াসকে হারিয়ে এখন এ বাসায় চলছে তার স্বজনদের মাতম।

খোঁজ নিয়ে জানা গেছে, পিয়াসের বাবা সুখেন্দু বিকাশ রায় নলছিটি উপজেলার চন্দ্রকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা পূর্ণিমা রায় বরিশাল নগরীর আলেকান্দা এলাকার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

তাজমহল দেখতে ভারতে পিয়াস (ছবি- প্রতিনিধি)

পিয়াস গোপালগঞ্জের সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ থেকে এবছর ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছেন। গত ৫ মার্চ তার পরীক্ষা শেষ হয়। দুই ভাই বোনের মধ্যে পিয়াস রায় ছিলেন বড়। বোন শুভ্রা রায় রাজধানীর নর্দান ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পিয়াস রায়ের বাবা সুখেন্দু বিকাশ রায় জানান, ভ্রমন করতে খুব ভালোবাসতেন পিয়াস। এর আগেও তিনি দেশের বাইরে ঘুরতে গিয়েছেন। নেপালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সোমবার সকালে ও সর্বশেষ বিমানে ওঠার আগে বেলা সোয়া ১১টার দিকে ফোনে পিয়াসের সঙ্গে তার মায়ের কথা হয়। এরপর থেকে পিয়াসের সঙ্গে তাদের আর কোনও যোগাযোগ নেই। টেলিভিশনের খবরে জেনেছেন, আরও ২৪ জন বাংলাদেশির সঙ্গে পিয়াসও নিহত হয়েছেন।

স্বজনদের কান্না (ছবি- প্রতিনিধি)

সুখেন্দু বিকাশ রায় আরও জানান, ঢাকাস্থ নেপাল দূতাবাসে খবর নেওয়ার চেষ্টা করলে তারা জানায়, তাদের কাছে এখন পর্যন্ত (রাত ৯টা পর্যন্ত) কোনও খবর নেই।

প্রসঙ্গত, সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়। বিমানের ৫০ আরোহীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে নেপালের সেনাসূত্র। ৯ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে তারা। নেপাল টাইমস-এর খবরে বলা হয়েছে, ৭৮ জনকে ধারণে সক্ষম ওই বিমানে চার ক্রু ও ৬৭ যাত্রী মিলে ৭১ জন আরোহী ছিল। বিমানের ৩২ আরোহী বাংলাদেশি এবং ৩৩ জন নেপালি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
প্রবাসী আয়ে রেকর্ড১০ মাসে এলো ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে