X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

দেশের ১২৫ জঙ্গি সংগঠনের গডফাদার তারেক রহমান: হানিফ

চাঁদপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৭:১৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:৩০

বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফ (ছবি- প্রতিনিধি)

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন-এর বরাত দিয়ে বাংলাদেশে ১২৫টি ছোট ছোট জঙ্গি সংগঠন রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি আরও বলেছেন, ‘ছোট ছোট জঙ্গি সংগঠনের সৃষ্টি হয়েছিল ২০০১-২০০৬ সালের মধ্যে। সিএনএন বলছে, এসব জঙ্গি সংগঠনের গডফাদার তারেক রহমান।’

বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ সভায় তিনি এ দাবি করেন। আগামী ১ এপ্রিল চাঁদপুরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ওই বিশেষ সভা হয়।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘দিন কয়েক আগে জনপ্রিয় লেখক ও শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। অনেকের ধারণা, লন্ডনে বসে এ হামলার পেছনে কলকাঠি নেড়েছেন তারেক জিয়া।’

তিনি আরও বলেন, ‘লন্ডনে বসে নতুন ষড়যন্ত্র করছেন তারেক রহমান। এর লক্ষ্য, দেশকে অস্থীতিশীল করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিকে রুখে দেওয়া।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত জঙ্গিদের মাধ্যমে দেশকে অস্থীতিশীল করে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।’ তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণের জন্য। আর খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করেন, এজন্য তিনি জেলে গিয়েছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদদ দেওয়া ছাড়া বিএনপি কখনোই জনগণের কল্যাণে আসেনি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন– দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা।

সভার প্রধান অতিথি মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু চাঁদপুরে দুই বার এসেছিলেন। তাই আমরা সবসময় কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধুকে স্মরণ করি। আগামী ১ এপ্রিল বঙ্গবন্ধু কন্যা চাঁদপুরে আসবেন। তার আগমন ও সমাবেশে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা আমরা বজার রাখবো।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র