X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

রাজশাহী প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ০২:৫৭আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০৩:০০

রাজশাহীতে চলচ্চিত্র উৎসব শুরু রাজশাহী নগরীতে শুরু হয়েছে চারদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ্ মুক্তমঞ্চে এ উৎসব শুরু হয়। রাজশাহী ফিল্ম সোসাইটির আয়োজনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহযোগিতায় এ উৎসব চলবে ১৯ মার্চ পর্যন্ত।

এ উৎসব উদ্বোধন করেন ভাষা সৈনিক আবুল হোসেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র সংসদ আন্দোলনে ভূমিকা রাখায় স্যার যদুনাথ সরকার সম্মাননা পদক প্রদান করা হয়েছে। এছাড়া ভারতের শিলিগুড়ি সিনে সোসাইটি এবং বাংলাদেশের রেইবো ফিল্ম সোসাইটিকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।

উৎসব উপলক্ষে নগরীর চারটি স্থানে দেশ-বিদেশের ৪০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এবারের স্থানগুলো হলো-  পাঠানপাড়াস্থ লালন শাহ্ মুক্তমঞ্চ, বড়কুঠি মুক্তমঞ্চ, তালইমারি শহিদ মিনার মুক্তমঞ্চ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তন। এর মধ্যে লালন শাহ্ মুক্তমঞ্চ, বড়কুঠি মুক্তমঞ্চ, তালইমারি শহীদ মিনার মুক্তমঞ্চ এই তিনটি স্থানে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উত্তরবঙ্গের তিনটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ। অতিথি হিসেবে  ছিলেন বরেন্দ্র ফিল্ম সোসাইটির সভাপতি ও উৎসব পরিচালক সুলতানুল ইসলাম টিপু, নাট্য নির্মাতা শাহাদৎ হোসেন জীবন, রেইনবো ফিল্ম সোসাইটির অর্থ সম্পাদক ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, শিলিগুড়ি সিনে সোসাইটি’র সাধারণ সম্পাদক প্রদীপ নাগ , ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, সাধারণ সম্পাদক জাবীদ অপু।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?