X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুসিকের মৌখিক অনুমোদনে অবৈধ দোকান, সৌন্দর্য হারাচ্ছে নগর উদ্যান

মাসুদ আলম, কুমিল্লা
২২ এপ্রিল ২০১৮, ১০:০৬আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৫:৪৩

ধর্মসাগর নগর উদ্যানের দোকানপাট...

নাগরিক জীবনে হাঁপিয়ে ওঠা মানুষেরা প্রকৃতির ছোঁয়ায় একটু স্বস্তি পাওয়ার জন্য রোজ ছুটে আসেন। স্বাস্থ্য সচেতন লোকজন সকালে ও সন্ধ্যায় হেঁটে বেড়ান এখানে। তবে দোকানপাট বেড়ে যাওয়ায় সে পরিবেশ নষ্ট হতে বসেছে। বাণিজ্যকেন্দ্রে রূপ নিয়েছে উদ্যান এলাকা। কুমিল্লার ধর্মসাগর নগর উদ্যানের এ অবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কুমিল্লা সিটি করপোরেশান (কুসিক)-এর মৌখিক অনুমোদনেই এসব দোকান বসানো হয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে উদ্যানের পরিবেশ।

জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশন থেকে মৌখিক অনুমতি নিয়ে কাউন্সিলর ও রাজনৈতিক ক্যাডার এবং স্থানীয়দের ছত্রছায়ায় স্থাপন করা হয়েছে এসব দোকানপাট। বড় আকারে পাকাপোক্তভাবে নির্মাণ করা হয়েছে দোকানগুলো।

ধর্মসাগর নগর উদ্যানের দোকানপাট

সরেজমিনে দেখা যায়, সুনসান নীরবতা ও নির্জন সৌন্দর্যের স্থান বলে পরিচিত এ স্থানটিতে ইদানীং বাজারের কোলাহল শুরু হয়েছে। দিন দিন দোকানপাট বাড়ছে, হকারদের আনাগোনা আর বখাটেদের উৎপাতও বেড়েছে। ময়লা-অবর্জনায় ধর্মসাগর দিঘির পানি স্বচ্ছতা হারাতে বসেছে।

নগর উদ্যানে আগের মতো বসে প্রকৃতির ছোঁয়ায় একটু স্বস্তি নেওয়ার সুযোগ নেই। বসার স্থানগুলো দখল করে ২৬ থেকে ২৭টি অবৈধ বাণিজ্যিক দোকান-স্থাপনা গড়ে উঠেছে। তারমধ্যে শেষ বেলা ও ক্ষণিকালয় নামে দু’টি দোকানের অনুমোদন থাকলেও বাকিগুলো অবৈধ। অন্যদিকে ধর্মসাগর পাড়ের প্রবেশ মুখেও দেকা গেছে- হোটেল, ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে অস্থায়ী দোকান ও হকার। যেন উদ্যান নয়, একটা বাজার। প্লাস্টিকের চেয়ার পেতে সেখানে চালানো হচ্ছে দোকানদারি। অবৈধ দখল জায়েজ করতে একজন দিয়ে বসেছেন বইয়ের দোকান, যাতে মানুষের সহানুভূতি মেলে।

নগরের বাসিন্দা মোশারফ হোসেন ও আক্কাস উদ্দিন জানান, নগর উদ্যানের আয়তন অনুসারে এখানে এতো দোকানের কোনও প্রয়োজন ছিল না। ধর্মসাগর আর নগর উদ্যানে প্রকৃতিপ্রেমী মানুষগুলো একটু হাঁটতে ও ঘুরতে আসে, বাজার করতে নয়।

ধর্মসাগর নগর উদ্যানের দোকানপাট.....

এহতেশাম হায়দার চৌধুরী বলেন, ‘এখানে যে নিরিবিলি পরিবেশ ছিল, তা হারিয়ে যাচ্ছে। একটা-দু’টা করে দোকান বসতে বসতে এখান বাজার হয়ে যাচ্ছে। আমরা বুক ভরা সতেজ নিঃশ্বাস নেওয়ার স্থান হিসেবে আগের সেই ধর্মসাগর নগর উদ্যান ফিরে পেতে চাই।’ তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক দোকানের হার বাড়ায় পার্কের সামগ্রিক সৌন্দর্য নষ্ট হয়েছে। বেড়েছে বখাটেদের উৎপাত। এতে সাধারণ মানুষ ঘুরতে এসে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়ছে।’

এ ব্যাপারে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘দোকান স্থাপনে কুসিকের মৌখিক অনুমোদন থাকলেও সেখান থেকে কোনও অর্থ আদায় হয় না। ধর্মসাগর পশ্চিম পাড়ে দোকানগুলো হওয়ার পর সাধারণ মানুষ হাঁটা চলায় বিঘ্ন ঘটেছিল। পরে আমরা এগুলোকে উচ্ছেদ করে দিই। বর্তমানে দোকানগুলো যেভাবে বসেছে, মানুষের হাঁটাচলায় কোনও অসুবিধার কথা নয়।’

সাধারণ মানুষের বসার জায়গা দখল এবং বখাটেদের উৎপাতের জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এগুলো আমরা সীমিত করার চেষ্টা করছি। বখাটেদের উৎপাত রোধে আমরা ব্যবস্থা নেব।’  

এ ব্যাপারে কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘আমি কুমিল্লায় জেলা প্রশাসক হিসেবে এসেছি খুব বেশি দিন হয়নি। উদ্যান বা পার্কে এই ধরনের কোন কর্মকাণ্ড ঘটে থাকলে খোঁজ নিয়ে উচ্ছেদের ব্যবস্থা করব।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!