X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

খুলনা-৪ আসনের এমপি মোস্তফা রশিদী মারা গেছেন

খুলনা প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ০৮:৪০আপডেট : ২৭ জুলাই ২০১৮, ০৮:৪০

মোস্তফা রশিদী সুজা খুলনা-৪ আসনের সংসদ সদস্য খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মারা গেছেন গেছেন (ইন্নালিল্লাহি ----- রজিউন)। বৃহস্পতিবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই সংসদ সদস্য।

সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ভাই এস এম মোর্তজা রশিদ বলেন, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আট মাস আগে সুজার কিডনি প্রতিস্থাপন করা হয়। গত ১৮ জুলাই আবার চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে সুজার সঙ্গে তার স্ত্রী রয়েছেন।’

উল্লেখ্য, ১৯৫৩ সালের ২ মার্চ বাগেরহাট জেলার ফকিরহাটে জন্মগ্রহণ করেন এস এম মোস্তফা রশিদী সুজা। ন্যাপ ভাসানীর ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে ১৯৬৮-৬৯ সালে রাজনীতি শুরু করেন তিনি। ১৯৭২ সালে আবাহনী ক্লাবের মাধ্যমে যুবলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন সুজা। ১৯৭৯ সালে খুলনা পৌরসভার লিয়াকত নগর ইউনিয়ন (যা বর্তমানে কেসিসির ২৮, ৩০ ও ৩১ নং ওয়ার্ড) কমিশনার নির্বাচিত হন। এরপর থেকে খুলনার রাজনীতিতে তার শক্ত অবস্থান তৈরী হয়।

১৯৮৬ সালে খুলনা-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচনে পরাজিত হন সুজা। পরে ১৯৯১ সালে খুলনা-৪ আসন থেকে বিজয়ী হন তিনি। ১৯৯৬ এর নির্বাচনেও এ আসন থেকে বিজয়ী হয়ে হুইপ মনোনীত হন। ২০০১ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর ২০০৮ সালের নির্বাচনের সময় আত্মগোপনে থাকেন তিনি।

সুজা খুলনা জেলা আওয়ামী লীগের ৩ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হিসেবেও একবার দায়িত্ব পালন করেন। ওয়ান ইলেভেনের সময় আত্মগোপনে থাকা সুজা ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে ফেরেন এবং অনেকটা নিরব থেকে কর্মীদের সংগঠিত করেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মনোনয়ন পেয়ে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন সুজা। এরপর আবারও ঘুরে দাঁড়ান। দলে নিজের অবস্থান সুসংহত করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা