X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আইন আমাদের জন্য, তাদের জন্য নয়: আরিফুল হক

জাহিদ হাসান, সিলেট থেকে
২৯ জুলাই ২০১৮, ২২:৪৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ২২:৪৪






আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের জন্য আইন, তাদের জন্য আইন নাই। নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন দেবে।তবে সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা একটা আজ্ঞাবহ নির্বাচন কমিশন। তা না হলে একজন সংসদ সদস্য কীভাবে এসে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করতে পারে?কী করতে পারছেন তারা, কী করতে পারবেন তারা- সেটাও আমার বোধগম্য নয়। এ নির্বাচনটা নিয়ে একটা উদাহরণ দেখাতে পারতেন তারা। কিন্তু তার কিছুই করা হচ্ছে না।’ 

রবিবার (২৯ জুলাই) কুমাড়পাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, ‘নেতাকর্মীদের ওপর মামলা ও তাদের আটক পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমার লোকজনকে ধরা হয়েছে। বাংলাদেশের সব সিটি করপোরেশনে মিডিয়ার সব মোটরসাইকেল চললেও এখানে সেটা বন্ধ করা হয়েছে। আমাদের মিডিয়াগুলোর কণ্ঠরোধ করা হয়েছে। মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, অভিযোগ কার কাছে করবো? আপনারা যেখানে নিয়ন্ত্রিত, আপনারা বলেন, আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন?  নির্বাচনের শেষ মুহূর্তে এসে প্রিজাইডিং অফিসার পরিবর্তন করে ফেলছে। জিজ্ঞাসা করলাম শেষ মুহূর্তে এসে কেন বদলি করছেন? বললেন, উনি তো অসুস্থ। কার স্বার্থে প্রিজাইডিং অফিসার চেঞ্জ করছেন। এমপি কী করে প্রচারণায় আসে?কী করছে নির্বাচন কমিশন।’
নির্বাচন কমিশনকে অথর্ব উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘যেখানে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন মানুষের মাঝে আস্থা আনতে পারতো। আমরা কীভাবে আস্থা রাখতে পারি? অনেকগুলো অভিযোগ আছে, যেগুলো মিডিয়াতে প্রকাশিত হয়েছে। ডিজিটাল ক্যামেরা নিয়ে তারা (নির্বাচন কমিশন) সমস্ত শহরে প্রদক্ষিণ করছে। একটাও ব্যবস্থা নিতে পারেনি। তারা (আওয়ামী লীগ) স্টেজ বেঁধে প্রোগ্রাম করেছে। আমাদের জন্য আইন, তাদের জন্য আইন নাই।’




উল্লেখ্য, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। সোমবার (৩০ জুলাই) ২৭ ওয়ার্ডের মোট ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি