X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগকে আবার ক্ষমতায় আনতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯

সৈয়দপুর কলেজ চত্ত্বরের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সংস্কৃতিকমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন,‘উন্নয়নের ধারা ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। ধর্ম দিয়ে কোনও দেশ সৃষ্টি হয় না। মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের ৯৯ ভাগ জনগোষ্ঠি মুসলমান। তাদের ভাষা আরবি। সেখানে নিজ নিজ সংস্কৃতির ওপর ভিত্তি করে আলাদা আলাদা রাষ্ট্র গঠন হয়েছে। দেশ গড়তে প্রয়োজন তার নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। আমাদের তা রয়েছে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশে আমরা বাঙালি। এ পরিচয়ে আমরা গর্বিত। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর কলেজ চত্ত্বরের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিটি নাগরিককে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্পষ্ট বলেছেন, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ,খ্রিস্টান, বাঙালি-অবাঙালি সবাই আমাদের ভাই, তাদের রক্ষা করতে হবে। যাদের মাতৃভাষা বাংলা নয়, তারাও সমান মর্যাদা ভোগ করবে এদেশে।’

সংস্কৃতিমন্ত্রী জেলার উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে বলেন,‘সৈয়দপুর কলেজটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত।  দীর্ঘ ৬২ বছরেও কলেজটি জাতীয়করণ হয়নি। জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি পূরণ করেছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। সৈয়দপুর কলেজে শিগগিরি মাস্টার্স কোর্স চালু করা হবে।’

সৈয়দপুরে ক্রিকেটের জন্য আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে তোলা হবে। শিগগির সৈয়দপুর বিমানবন্দরও আন্তর্জাতিক হচ্ছে। এ অঞ্চলে উন্নয়নের প্রতিটি সূচক এগিয়ে যাচ্ছে। এর আগে সকালে এ উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সংস্কৃতিমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।’

সৈয়দপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।

 

 

                                                           

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ