X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অবকাঠামো ছাড়াই যাত্রা শুরু নীলফামারী মেডিক্যাল কলেজের

নীলফামারী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৮:৩২আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২২:৩৭

অবকাঠামো ছাড়াই যাত্রা শুরু করলো নীলফামারী মেডিক্যাল কলেজ। চলছে শিক্ষার্থী ভর্তি।

অবকাঠামো নেই, বাজেট বরাদ্দও নেই, ভরসা শুধু স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস। সেই আশ্বাসে ভর করেই তড়িঘড়ি করে সদর হাসপাতালের ভবনে অস্থায়ী কার্যালয় স্থাপন করে যাত্রা শুরু করলো নীলফামারী মেডিক্যাল কলেজ। রীতিমতো ভর্তি পরীক্ষা নেওয়ার পর আজ সোমবার (১৫ অক্টোবর)  থেকে এই মেডিক্যাল কলেজে শুরু হয়েছে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম। প্রথম দিনে ভর্তি হয়েছে ১২ জন শিক্ষার্থী।

মেডিক্যাল কলেজটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৫ অক্টোবর) দিনব্যাপী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ১২ জন শিক্ষার্থীকে নীলফামারী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মোট ভর্তি করা হবে ৫০ জনকে। পর্যায়ক্রমে বাকি শিক্ষার্থী আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি হতে পারবে।

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, প্রথম বার নীলফামারী মেডিক্যাল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হবেন। ক্লাস শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে। 

তিনি আরও বলেন, খুলনা মেডিক্যাল কলেজ থেকে এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন সেখানকার অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম শাহ। ভর্তির কার্যক্রম তিনি পরিচালনা করছেন।

জানা যায়, সদ্য ঘোষিত কলেজটিতে প্রথমদিন ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষে ফুল দিয়ে বরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান। 

২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর নীলফামারীতে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস দেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৬ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী এক শুভেচ্ছা বিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবারও নীলফামারী, নওগাঁ, নেত্রকোনা ও মাগুরায় মেডিক্যাল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানান সাংবাদিকদের। এরপর থেকে নীলফামারীতে মেডিক্যাল কলেজ স্থাপনে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে নটখানায় স্বাস্থ্য বিভাগের ৫১ দশমিক ৩ একর জমিতে নবঘোষিত নীলফামারী মেডিক্যাল কলেজটি স্থাপন করার লক্ষ্যে ইতোমধ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে। অবকাঠামো নির্মাণের নকশার অনুমোদনও পাওয়া গেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু