X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র মনোনয়নপত্র নিলেন ছাত্রলীগের সাবেক নেতা আশরাফ

পিরোজপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৯:১২

আশরাফুর রহমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুর রহমান। তিনি মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। রবিবার (২৫ নভেম্বর) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে আশরাফুর রহমান আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছিলেন।

সোমবার (২৬ নভেম্বর) মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার জি এম সরফরাজ জানান, দুপুরের দিকে কয়েকজন এসে আশরাফুর রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

জানা যায়, আশরাফুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, আরিফ-উল- হক, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও মুক্তিযুদ্ধকালীন সময়ে শরণখোলা থানার কমান্ডিং অফিসার মজিবুল হক খান মজনু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোতালেব মধু।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ বলেন, ‘দুপুর ১২টার দিকে আমরা মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার জি এম সরফরাজের কাছ থেকে আশরাফুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা আশরাফুর রহমানকে নিয়ে মাঠে নেমেছি। বিজয়ী হব ইনশাআল্লাহ।’

মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ বলেন, ‘২০০১ এর নির্বাচনে ডা. রুস্তম আলী ফরাজী বিএনপি-জামাত জোট থেকে নির্বাচন করে বিজয়ী হন। এরপর তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হামলা দিয়ে হয়রানি করেছেন। আবার ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করেছেন। তিনি আওয়ামী লীগ দলীয় কর্মীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন। এলাকার উন্নয়ন দৃশ্যমান দেখাতে পারেন নাই।’

প্রসঙ্গত, পিরোজপুর-৩ আসনে রুস্তম ফরাজী ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। এরপর তিনি গত বছরের শেষের দিকে ঢাকায় এরশাদের উপস্থিতিতে জাতীয় পার্টিতে যোগ দেন। এরপর এরশাদ ফেব্রুয়ারিতে মঠবাড়িয়ায় এক জনসভায় রুস্তম আলী ফরাজীকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। বর্তমানে তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

উল্লেখ্য, পিরোজপুরের সবচেয়ে বড় উপজেলা মঠবাড়িয়া। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। যেটির সংসদীয় আসন হল পিরোজপুর-৩। এই আসনে ভোটার  সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫শত ৮৬ জন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা