X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে পরাজয় মানে বিএনপি-জামায়াতের অস্তিত্ব শেষ: শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:২০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭

শেখ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘এই নির্বাচনে পরাজয় মানে বিএনপি জামায়াতের অস্তিত্ব শেষ। এটা জেনেই তারা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। সব নেতাকর্মীকে মনে রাখতে হবে আওয়ামী লীগ পরাজিত হলে ২০০১ সালের চেয়ে অবস্থা আরও খারাপ হবে।’

শনিবার (৮ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সেমিনার কক্ষে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে, ঘর ঠিক থাকলে, দল ঠিক থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি কারও নেই।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা ভালো থাকবেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ ভালো থাকবে না। তাই নৌকাকে বিজয়ী করে আপনারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ বর্ধিত সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম খান, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন তার বক্তৃতায় বলেন, ‘দেশ আজ দুটি ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছেন শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। অন্যপক্ষে রয়েছে বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধী শক্তি। যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা