X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন বর্জন

হিলি প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:১৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:২০

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। দিনাজপুর  জামায়াতের এই আমির আজ (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় বিরামপুরে অবস্থিত তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন বর্জন

আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমি দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী। আমরা আশা করেছিলাম, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কিন্তু আমরা দেখেছি, শুরু থেকেই আমাদের নির্বাচনে  প্রচার প্রচারণা চালাতে দেওয়া হয়নি। আমাদের পোষ্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের মাইক ভেঙ্গে ফেলা হয়েছে। এরপরেও আমরা নির্বাচনে ছিলাম।’

‘আমাদের বিশ্বাস ছিল, জনগণ আমাদের ভোট দেবেই এবং তারা ভোটকেন্দ্রে আসবে। সে মোতাবেক ভোটাররা ভোটকেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বেশিরভাগ ভোটকেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যারাও বা ঢুকতে পেরেছিলেন, তাদের মেরে বের করে দেওয়া হয়েছে। গতকাল রাতেই বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকানো হয়েছে।’

‘সেই সংবাদগুলো প্রশাসনের কাছে জানানো হলেও  তারা মৌখিকভাবে আশ্বস্ত করেছেন শুধু। কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টো আমাদের অনেক পোলিং এজেন্টকে গতকাল রাতে আটক করা হয়েছে। এমনকি আজকেও আটক করা হয়েছে। অপরাপর এজেন্টদেরকে হুমকিও দেওয়া হয়েছে। এছাড়াও, বেশ কয়েকদিন ধরে ভোটারদেরকে ভীতির মধ্যে রাখতে যা যা করা যায় তার সবই করেছেন তারা। 
‘আমি জেলা প্রশাসক ও চার উপজেলার প্রশাসনসহ পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীকে জানানোর চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা যখন দেখছি, জনগণ ভোট দিতেই যেতে পারছে না, তখন এই অন্যায়-জুলম-নিপীড়ন এবং জনগণকে মতামত দিতে না দেওয়ার প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করলাম।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন