X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ভোটগ্রহণ সম্পন্ন: বিএনপির ২ প্রার্থীর নিবার্চন বর্জন

নেত্রকোনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০

নেত্রকোনা

বড় কোনও সহিংসতা ছাড়াই নেত্রকোনার ৫টি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে অনিয়মের অভিযোগ এনে নেত্রকোনা-৩ আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী ও নেত্রকোনা-৫ আসনের বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার নির্বাচন বর্জন করেছেন। রবিবার বিকাল ৩টার দিকে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলা সদরসহ জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করেন। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। জেলা শহরের কাটলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কাকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেদনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটপাড়ার আইমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোহনগঞ্জের পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলা সদর ও কয়েকটি উপজেলায় কিছু বিচ্ছিন্ন ঘটলেও পরিস্থিতি ছিলো শান্তিপূর্ণ। জেলা শহরের নাগড়া পথকুলি বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থানীয় কিছু যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়। পুলিশ খালিয়াজুরী উপজেলার পাঁচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপি কর্মী আবদুল মোমেন ও বুলবুল মিয়াকে জাল ভোটগ্রহণের অভিযোগে আটক করেছে।

অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্টদের উপস্থিতি ছিল কম। নেত্রকোনা- ৪ (মদন- মোহনগঞ্জ- খালিয়াজুরী) আসনে বিএনপি দলীয় প্রার্থী তাহমিনা জামান শ্রাবনী সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলার খালিয়াজুরীর পাঁচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত বিএনপি দলীয় প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়। এ সময় ভোটকেন্দ্রে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পুলিশ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীনের ভাই আবদুল মোমেন ও এজেন্ট বুলবুল মিয়াকে আটক করে নিয়ে যায়।

খালিয়াজুরি থানার ওসি হযরত আলী আটকের ঘটনা অস্বীকার করেন। মদনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল। পরে তাদেরকে সব কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে সকাল ৯টার দিকে সকল এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার কেন্দ্র থেকে বিএনপি দলীয় এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ১০ বছর ভোটাররা ভোট দিতে পারে নাই। তরুণ প্রজন্মরা এবার নতুন ভোটার হয়েছে। বিএনপি যে সব অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা।

জেলা শহরের নাগড়া পথকুলি বিদ্যালয় ভোটকেন্দ্রে সাতপাই ও নাগড়া এলাকার কিছু যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নেত্রকোনা পৌর সভার সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা দুলন, হৃদয়, সুমন, সুজন, আবদুন নূরসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে নেত্রকোনা- ১ (কলমাকান্দা- দুর্গাপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের অভিযোগ করে জানান, ওই আসনে ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের জোর বের করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার এসব ঘটনার প্রতিবাদ করায় তাকে পুলিশ আটক করে।

নেত্রকোনা- ৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনের বিএনপি দলীয় প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী অভিযোগ করে বলেন, নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, জেলার সর্বত্র সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কিছু কিছু কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া গেছে। সেসব কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?