X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের ৩ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ২০:১৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:৩৪

ঝিনাইদহের ৩ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান ঝিনাইদহের ৩টি আসনে ধানের শীষের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মাওলানা মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের ৪টি ইউনিয়ন) আসনে সাইফুল ইসলাম ফিরোজ তাদের নির্বাচন প্রত্যাখ্যানের কারণ হিসেবে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারা, এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার মতো বিষয়ের কথা উল্লেখ করেছেন।

পোলিং এজেন্টদের ভোটকক্ষ থেকে বের করে দেওয়া, ভোটারদের মারধর করা ও পুলিশের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান অভিযোগ করেছেন, সকাল থেকেই ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি ভোটকেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। এছাড়াও, বিএনপির কর্মীদের মারধর করা হয়েছে। এসব অভিযোগ পুলিশকে জানালে পুলিশ তাকে সহযোগিতা করেনি। মোবাইল ফোনে কথোপকথনে তিনি বলেছেন, ‘ভোটের কোনও পরিবেশ শৈলকুপাতে নেই। তাই ভোট বর্জন করলাম।’

ঝিনাইদহ-৩ আসনের মাওলানা মতিয়ার রহমানের নির্বাচনি এজেন্ট ফারুক আহাম্মেদ রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রার্থীর সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া,ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে বাধা দেওয়া ও নির্বাচনি পরিবেশ না থাকার অভিযোগে প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সরোজ কুমার নাথের ভাষ্য, কোনও প্রার্থীর ভোট বর্জনের খবর তার জানা নেই। কেউ তাকে কিছু বলেনি।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের ৪টি ইউনিয়ন) আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ভোট বর্জন করেছেন। ভোট কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, কেন্দ্রে ভোটারদের উপস্থিত হতে না দেওয়া, দুপুরের আগেই সব ভোট ‘পুল’ হয়ে যাওয়া, পুলিশের অসযোগিতাসহ বিভিন্ন অভিযোগ এনে রোববার দুপুর সাড়ে ৩ টার দিকে তিনি জেলা রিটানিং কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়ে ভোট বর্জন করেন। সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, কোনও পরিবেশ না থাকায় তিনি নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ