X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে ‘ইয়াবা’ বহনকারী ১৩ নৌকায় আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ০০:২৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০০:২৯

টেকনাফে ‘ইয়াবা’ বহনকারী ১৩ নৌকায় আগুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফনদী ও সমুদ্রে ইয়াবা বহনকারী ১৩টি নৌকায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে কারা এ আগুন দিয়েছে সে বিষয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ করা হয়নি। তবে ওইসব নৌকার মালিক বেশিরভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশের ভাষ্যমতে, এসব হামলা হচ্ছে ‘গায়েবি’। কিছুদিন আগেও টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এখন আবার তাদের নৌকায় হামলা হচ্ছে।
জানা গেছে, গত দুই দিকে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নে বাহারছড়া সৈকতে পাঁচটি ও মুন্ডার ডেইল ঘাটের সৈকতে আটটিসহ ১৩টি ইঞ্জিনচালিত নৌকায অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এইসব নৌকার মালিকরা হলেন- টেকনাফের চাঁন মিয়ার, মোহাম্মদ ছিদ্দিক, মোহাম্মদ ফারুক, আলী আহমদ, শাকের আহমদ মাঝির, হেলাল উদ্দিন, মোহাম্মদ ভূট্টোর, সৈয়দ আলম, রহিম উল্লাহ, ফিরোজ আহমদ। এসব নৌকা বিরুদ্ধে ইয়াবার চালান পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। টেকনাফে ‘ইয়াবা’ বহনকারী ১৩ নৌকায় আগুন
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার বাহারছড়া-শাহপরীর দ্বীপ পর্যন্ত প্রচুর নৌকা রয়েছে। এসব নৌকা সাগরে মাছ ধরতে যায়। হঠাৎ করে বুধবার ও বৃহস্পতিবার রাতে মুখাশেধারী একদল লোক সৈকতে এসে ১৩টি নৌকা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ওই সময় আরও প্রায় শতাধিক নৌকা ছিল। ওইসব নৌকায় কোনও হামলা চালানো হয়নি। ক্ষতিগ্রস্ত নৌকা মালিক ও নৌযানগুলোর বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগ আছে। কিন্তু কারা হামলা চালিয়েছে, তা জানা যাচ্ছে না। এলাকার মানুষও এ বিষয়ে মুখ খুলছেন না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের কিছু নৌযানে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন বলছে এটি গায়েবি হামলা। এর প্রতিকার চেয়ে কেউ মামলা ও অভিযোগ দেয়নি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি