X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গোমস্তাপুরে বন্ধুকে খুনের অভিযোগে বন্ধু গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:২১

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বন্ধুর হাসুয়ার কোপে আরেক বন্ধু নিহত হয়েছেন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার রহনপুর রেল স্টেশন বাজারের নিমতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত রাজনের বন্ধু আশিককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ জানুয়ারি) গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম জাকারিয়া বলেন, ‘আশিককে আসামি করে নিহত রাজনের বাবা একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় আশিককে গ্রেফতার করা হয়েছে।’

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহতাব উদ্দিন জানান, নিহত রাজন রহনপুর পৌর এলাকার রেল স্টেশন হঠাৎপাড়া গ্রামের মো. আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুরের মুরগিবাজার এলাকার মাসুদ আলীর ছেলে আশিক (২০) একজন মাদকসেবী। সম্প্রতি সে ইয়াবা ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়ে। আশিক কিছুদিন থেকে তার বন্ধু রাজনকেও এই ব্যবসার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিল। কিন্তু এতে সে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় আশিক। এছাড়াও আশিককে বাধা দেওয়ায় রাজনের সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল তার।

এদিকে নিহত রাজনের পরিবার সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে আশিক ফেনসিডিল ও অস্ত্রসহ বিজিবির হাতে ধরা পড়ে। পরে অর্থের বিনিময়ে ছাড়াও পেয়ে যায়। আর এ ঘটনার জন্য আশিক রাজনকে সন্দেহ করে। এসব নিয়ে তাদের মধ্যে  বেশকিছুদিন ধরেই বিরোধ চলছিল। এসবের জের ধরে শুক্রবার দুপুর ২টার দিকে রহনপুর রেলস্টেশন বাজার সংলগ্ন নিমতলা এলাকায় রাজনের ওপর হামলা চালায় আাশিক। এসময় সে রাজনকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। রাজনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪টার দিকে মারা যায় রাজন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া