X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাবেক ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জানুয়ারি ২০১৯, ০৫:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৫:৩১

নিহত সাবেক ছাত্রলীগ নেতা সোহেল

সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় নিহতের বন্ধু রিদোয়ান ফারুক রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে নগরীর পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) বিকালে তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তার নাম মামলার এজহারে নেই বলেও তিনি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার রিদোয়ান ফারুক নিজেও ছাত্রলীগের সাবেক নেতা। তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

ওসি কে এম মহিউদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন সদস্যের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড হাতে আসার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। হত্যা পরিকল্পনার কথা জেনেও হত্যাকাণ্ডের পর ফারুক নির্বিকার ছিলেন।’

এর আগে ৭ জানুয়ারি সকালে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের পাশে রেললাইন থেকে মহিউদ্দিন সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ জানিয়েছিল, চাঁদাবাজির অভিযোগে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। তবে তার পরিবার দাবি করেছে, গণপিটুনিতে নয় বরং সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ৮ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সোহেলের ছোট ভাই শিশির এই দাবি করেন। একই সঙ্গে মঙ্গলবার রাতে সোহেলের ভাই শিশির থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলায় ২৭ জনকে নাম উল্লেখ পূর্বক আসামি করার পাশাপাশি আরও দেড়শ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ঘটনায় ৯ জানুয়ারি সন্ধ্যায় মামলার অন্যতম আসামি ওসমান খানকে গ্রেফতার করে পুলিশ। ১০ জানুয়ারি আরও চার আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলো- সাহাবুদ্দিন (৩৫), আজাদ (২৯), মামুন (২৩) ও মোবারক হোসেন (২২)। 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ