X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রেলে বিদেশ নির্ভরতা কমানোর ঘোষণা মন্ত্রীর

নীলফামারী প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫৭

কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (ছবি– প্রতিনিধি)

রেলে বিদেশ নির্ভরতা কমানোর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানিয়েছেন, ওয়াগনসহ রেলওয়ের সব ধরনের যন্ত্রপাতি দেশে বানানোর ব্যবস্থা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিন মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘ইতোমধ্যে রেলওয়ের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মহাজোট সরকারের আগের সরকার রেলওয়েকে প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার মৃতপ্রায় রেলওয়েকে পুনরুজ্জীবিত করেছে। রেলওয়ে কারখানারও আধুনিকায়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতের সহযোগিতায় সৈয়দপুরে আরও একটি রেলওয়ে কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে নতুন নতুন কোচ নির্মাণ করা হবে। এর আগে এই রেলওয়ে কারখানায় যেসব সমস্যা রয়েছে, সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এজন্য জনবল সংকট দূর করতে নতুন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।’

রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ের কোচ বা ওয়াগনের চাহিদা নিজস্ব উৎপাদন দিয়ে পূরণ করা হবে। এতে রেলে বিদেশ নির্ভরতা কমবে। একইসঙ্গে এ কারখানায় উৎপাদিত ওয়াগনসহ অন্য যন্ত্রাংশ বিদেশে রফতানি করা হবে। এরকম পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পাশে আরও একটি রেলওয়ে সেতু নির্মাণ করা হবে। জাপানি অর্থায়নে এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য উত্তরাঞ্চলের রেলপথগুলো চার লেনের করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমাদের পরিবহন সেক্টরের অচলবস্থা অনেকটাই দূর করা যাবে।’

নুরুল ইসলাম সুজন বলেন, ‘রেলওয়ের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ২৫০টি কোচ আমদানি হচ্ছে। এগুলো দিয়ে একাধিক যাত্রীবাহী ট্রেন চালানো হবে। আগামী ৫ বছরে রেলওয়ের ব্যাপক উন্নয়ন হবে।’

সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছেন মন্ত্রী। এখান থেকে তিনি সরাসরি সৈয়দপুর রেলওয়ে কারখানায় যান। এ সময় রেলের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আহসান আদেলুর রহমান আদেল, রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) সামসুজ্জামান, পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার খন্দকার শহিদুল হক, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকার, সৈয়দপুর রেলওয়ের বিভাগীয় তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. জয়দুল ইসলাম, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া প্রমুখ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা