X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ভাষা সৈনিক আবুল হাশেম

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৯

অসুস্থ ভাষা সৈনিক আবুল হাশেম ৩ বছর ধরে বিছানায় পড়ে আছেন গফরগাঁওয়ের ভাষা সৈনিক সদস্য আবুল হাশেম। বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ থেকে ১৯৭০ ও ৭৩ সালে নির্বাচিত এই সাবেক সংসদ সদস্য এখন টাকার অভাবে নিজের চিকিৎসাও করাতে পারছেন না। তার স্ত্রীও পক্ষাঘাতগ্রস্ত হয়ে দু’বছর ধরে বিছানায়। জাতির গর্ব এই ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধার পাশে এখন কেউ নেই। নিঃসন্তান এই দম্পতির সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন আবুল হাশেমের ভাতিজা দুলাল উদ্দিন।

দুলাল উদ্দিন জানান, ২০১৬ সালের জানুয়ারিতে আবুল হাশেমের টিবি (যক্ষ্মা)রোগ ধরা পড়ে। তখন থেকেই তিনি প্যারালাইসিসে আক্রান্ত। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাড়ে ৩ মাস তিনি চিকিৎসা নেন। পরে চিকিৎসকের পরামর্শে বাড়িতে চলে আসেন। এরপর থেকেই বিছানায়।

দুলাল উদ্দিন আরও বলেন,‘ইতোমধ্যে ডায়াবেটিস,কিডনি ও হার্টের সমস্যাও দেখা দিয়েছে। আবুল হাশেমের কোনও সন্তান নেই। স্ত্রী আয়েশা খাতুনও প্রায় দুই বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত।’  

অসুস্থ ভাষা সৈনিক আবুল হাশেম দুলাল উদ্দিন জানান, মাসে ওষুধের জন্য প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। এত টাকা জোগানোর সামর্থ্য নেই তাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকর্মী এবং ১৯৭০ ও ৭৩ সালের সংসদ সদস্য এই ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন তিনি।

আবুল হাশেম গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়ায় ১৯৩০ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন।

গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন,‘ভাষা সৈনিক আবুল হাশেম শুধু গফরগাঁও নয়, ময়মনসিংহের গর্ব। তিনি বর্তমানে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন। ভাষা সৈনিক হিসেবে যে মর্যাদা পাওয়ার কথা এখনও তিনি তা পাননি।’

গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, ‘ভাষা সৈনিক আবুল হাশেমের চিকিৎসার জন্য উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।’

ভাষা সৈনিক আবুল হাশেমের পৈত্রিক বাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মাহবুব উর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাষা সৈনিক আবুল হাশেমের প্রাপ্য মর্যাদা সরকার নিশ্চয়ই দেবে। তার চিকিৎসার প্রয়োজনীয় অর্থ যোগান দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো।’

ভাষা সৈনিক আবুল হাশেম জানান, তিনি আওয়ামী লীগ থেকে গফরগাঁওয়ে ১৯৭০ ও ১৯৭৩ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, রাজনৈতিক সহকর্মী কিংবা একাত্তরের রনাঙ্গনের কোনও সহযোদ্ধাও খোঁজ নিতে আসেন না। তার আক্ষেপ, বঙ্গবন্ধু ও তাজ উদ্দিনের মতো নেতারা বেঁচে থাকলে, চিকিৎসার অভাবে তাকে ৩ বছর বিছানায় পড়ে থাকতে হতো না। তার বিশ্বাস বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই খবর পৌঁছালে তার উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা হবে। কারণ, প্রধানমন্ত্রী আবুল হাশেমকে ব্যক্তিগতভাবে তাকে চেনেন, জানেন।

 

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে