X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা নিহত, গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১৮:০০আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৮:০০

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতার মৃত্যুতে স্বজনদের আহাজারি

দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার তিন দিন পর ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের নেতা আজাদ মিয়া রবিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহত আজাদ মিয়া সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

নিহতের চাচাতো ভাই ফজলু মিয়া বলেন,‘আজাদ মিয়া দীর্ঘদিন ধরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণসহ গ্রামের প্রভাবশালীদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন করে আসছিলেন। এ কারণে এলাকার প্রভাবশালী মহলের সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়েছিল।’

নিহতের বোন রোজিনা আক্তার বলেন, ‘গ্রামের সালিশের অন্যায়ের ও অবিচারের প্রতিবাদ করায় প্রভাবশালী উকিল মিয়ার সঙ্গে আমাদের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এছাড়া হাওর রক্ষা বাধ নির্মাণে অনিয়মের অভিযোগে আজাদ মিয়া মামলা করায় আরেকটি মহল তার ওপর ক্ষিপ্ত ছিল। তারাই এঘটনা ঘটিয়েছে।’ তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মোল্লাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন,‘আজাদ মিয়া এলাকার সালিশ করতেন। তিনি সালিশে গিয়ে ন্যায় বিচার করতেন বলে প্রভাবশালীরা তার ওপর ক্ষিপ্ত ছিল। তাদের ইশারায়ই এঘটনা ঘটেছে।’

বাবা মৃত্যুতে কান্নায় ভেঙে পরেছে আজাদ মিয়ার মেয়ে

নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাত ১০টায় দিকে সুনামগঞ্জ শহরের পিটিআই এলাকায় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আজিজ মিয়া বাদী হয়ে মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা প্রধান আসামী উকিল মিয়াকে গতরাতে জালালপুর গ্রামে থেকে গ্রেফতার করে পুলিশ।

আজাদ মিয়ার ভাই আজিজ মিয়া বলেন, ‘গ্রামের প্রভাবশালীদের অন্যায় কাজের প্রতিবাদ করায় ভাইকে হত্যা করেছে। হাওরের অনিয়ম ও  দুর্নীতির নিয়ে প্রতিবাদ করায় মোল্লাপাড়া ইউনিয়নের জলালপুর গ্রামের একটি প্রভাবশালী মহল আজাদ মিয়ার ওপর ক্ষুব্ধ ছিল। আমরা বিশ্বাস উকিল মিয়া ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে।’

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রামবাসীর

সুনামগঞ্জ বাঁচাও হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন,‘ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম  দুর্নীতির প্রতিবাদ করায় প্রতিপক্ষের প্রভাবশালী লোকেরা তাকে খুন করিয়েছে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী বলেন, ‘সদর থানার ওসি মো. শহিদুল্লাহর নেতৃত্বে মামলার প্রধান আসামি উকিল মিয়াকে গত রাতে আটক করেছে পুলিশ। গ্রেফতার উকিল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য ২০১৮ সালে সদর উপজেলার দেখার হাওরের ৬টি অপ্রয়োজনীয় প্রকল্পের বিরুদ্ধে সুনামগঞ্জ জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বাদী হয়ে তিনি একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠায়। মামলার বিষয়টি বর্তমানে তদন্তাধীন আছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়