X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘তোমরা আমাকে বাঁচাও’

রংপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০১৯, ২১:২৪আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:৪২
image

মোস্তাফিজুর রহমান রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহতদের একজন মোস্তাফিজুর রহমানের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাংগুরপাড়া গ্রামে। আগুনে দগ্ধ হওয়ার আগে সেখানে আটকে পড়া অবস্থায় এই ব্যাংক কর্মকর্তা ভাইবোনদের কাছে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানিয়েছিলেন। এ সময় তিনি ফোনে বারবার তাদের বলেন, ‘তোমরা আমাকে বাঁচাও।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত গভীর রাতে তার মরদেহ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্বজন আর এলাকাবাসী আহাজারি করতে থাকেন। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে পর জুমার নামাজের পর বাড়ির কাছেই আফতাব নগর মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

মোস্তাফিজের জানাজায় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন, পীরগঞ্জ পৌর মেয়র তানজিবুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, স্থানীয় রাজনীতিকরাসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

মোস্তাফিজুর রহমানের বড়ভাই শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এফ আর টাওয়ারে আগুন লাগার সময় মোস্তাফিজ ওই ভবনের অষ্টম তলায় অবস্থান করছিলো। সে ব্যাংকে চাকরি করতো। আগুন ছড়িয়ে পড়লে মোস্তাফিজ বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। এ সময় ঢাকায় অবস্থানরত ছোটভাই প্রকৌশলী আবু বকর সিদ্দিক, দু’বোন ফাহিমা ও রহিমার সঙ্গে কয়েক দফা মোবাইল ফোনে কথা বলে তাকে উদ্ধার করার জন্য আকুতি জানিয়েছিলো। বারবার বলছিলো, “তোমরা আমাকে বাঁচাও।” কিন্তু আমাদের তো কিছুই করার ছিলো না। দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মীসহ অনেককেই আমার ভাইবোনরা আকুতি জানিয়েছে তাকে উদ্ধার করতে, কিন্তু তারা পারেনি।’

তিনি আরও জানান, একঘণ্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। পরে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সাবেক সেনা সদস্য এবং তার অপর ভাই হান্নান গিয়ে লাশ শনাক্ত করে।

স্বজনরা জানান, মোস্তাফিজের বাবা আবদুর রশিদ মুন্সী, আয়েশা বেগম। তারা সাত ভাই ও পাঁচ বোন। মোস্তাফিজ ছিলেন অষ্টম। চাকরির কারণে তিনি স্ত্রী এবং পাঁচ বছর বয়সী একমাত্র মেয়েকে নিয়ে ঢাকার মতিঝিলের টিকাটুলি এলাকায় থাকতেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন জানান, ঢাকা থেকে খবর পেয়ে মোস্তাফিজের মরদেহ পীরগঞ্জে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী উদ্ধার কাজে অংশ নেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: 


এফআর টাওয়ারের অনুমোদন দেওয়া রাজউক চেয়ারম্যানকে খুঁজছেন পূর্তমন্ত্রী

এফআর টাওয়ারে আগুন: ২৫টি লাশ উদ্ধার, ২৪টি হস্তান্তর

আগেও আগুন লেগেছিল এফ আর টাওয়ারে

রাজধানীর আট হাসপাতালে ভর্তি ৫৯ 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!