X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শবে বরাতের ছুটিতে বাড়ি আসার কথা ছিল রাব্বির

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
২৯ মার্চ ২০১৯, ২২:৫৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২৩:৪৩

আমির হোসেন রাব্বি শবে বরাতের ছুটিতে বাড়িতে আসার কথা ছিল আমির হোসেন রাব্বির (৩০)। কিন্তু, তা আর হয়নি। ঢাকার বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় তিনি মারা গেছেন।

শুক্রবার (২৯ মার্চ) সকাল পৌনে ১০টায় রাব্বির মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পাবনার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের বাতাস। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বারবার মূর্ছা যান।

রাব্বির স্বজনরা জানান, আগামী শবে বরাতের ছুটিতে বাড়ি আসার কথা ছিল তার। বাড়িতে পাকা ঘর করার জন্য ইটের স্তূপ করে রাখা হয়েছে। ২০১৪ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স শেষ করে তিনি ঢাকার ইকু লাইন বায়িং হাউজে কর্মজীবন শুরু করেন।  আমির হোসেন আইয়ুব হোসেন ও রত্না খাতুনের একমাত্র ছেলে। তার দুই বোন রয়েছে।

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় থাকতেন রাব্বি।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সাঁথিয়ার ইউএনওকে সেখানে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের চরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে চরপাড়া কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যালের মর্গে রাব্বির বন্ধু গিয়াস উদ্দিন তার মরদেহ শনাক্ত করেন। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া, আগুনে ৫৯ জন আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।

আরও পড়ুন: 

আমাকে মাফ করে দিও!

লালমনিরহাটে আবিরের দাফন সম্পন্ন

এখন কে বলবে, মা তুমি ওষুধ খেয়েছো?

ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন বগুড়ার মিথি

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

এফ আর টাওয়ারে নিহত চাঁদপুরের তিনজনের দাফন সম্পন্ন

নিজেদের নিরাপত্তায় আমাদের ৫ করণীয়

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো