X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘দুই বছর ধইরা বান্দও মাটি পড়ে’

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
০৫ এপ্রিল ২০১৯, ২১:০৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৯:২৯

 

সুনামগঞ্জে হাওরে বাঁধ ‘গত দুই বছর ধইরা বান্দও (বাঁধ) মাটি পড়ে, এর আগে বান্দ খালি নামমাত্র মাটি দিয়া বিল তুলতো লোকজন। একারণে বারবার বইন্নায় (বন্যা) ফসল ডুবি হইতো। আমরা পরতি (প্রতি) বছর মাটি কাম চাই না, বানগুলো (বাঁধ) পাকা কইরা দেওয়নের ব্যবস্থা করুক সরকার।’ এভাবেই ফসল রক্ষা বাঁধ নিয়ে মন্তব্য করেন করচার হাওর পাড়ের কৃষক সলু মিয়া (৭৩)।

সলু মিয়ার মন্তব্য, ‘বান্দেও কামকাজ আগের চেয়ে অনেক ভালা হয়। আগে তো মাইসে (মানুষ) বান্দে মাটি দেওয়ার কথা বইলা চিল্লাচিল্লি করতো, অখন চিল্লানি লাগে না মাটিও ঠিক মতো পড়ে।’ তাহিরপুর উপজেলার শনির হাওর তীরবর্র্তী মারালা গ্রামের কৃষক ধন মিয়া বলেন, ‘এখন বান্দে মাটি আগের চেয়ে বেশি পড়ে। কিন্তু, সময় মতো বান্দের কাজ শুরু ও শেষ না হওয়ায় কৃষকরা অনেক দুশ্চিন্তায় থাকেন। তাই প্রত্যেক বছর যেন সময় মতো কাজ শুরু ও শেষ হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।’

জামালগঞ্জ উপজেলার হালির হাওর পাড়ের বেহেলী গ্রামের কৃষক  আব্দুল মালেক বলেন, ‘পরতি বছর বান (বাঁধ) না দিয়া স্থায়ীভাবে বান্দেও কাজ করলে কৃষকের ও সরকারের উভয়ের উপকার হতো। সরকারের টাকা সাশ্রয় হতো অন্যদিকে কৃষকরা নিরাপদে ধানের আবাদ করতে পারতো।’

দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরের পাড়ের তীরবর্তী এলংজুড়ি গ্রামের অবসর প্রাপ্ত স্কুলশিক্ষক ধীরেন্দ্র দাস রায় বলেন, ‘সব হাওরের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা যায়। স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করলে প্রতিবছর বাঁধ নির্মাণে এতো টাকা সরকারের খরচ হতো না। অন্যদিকে বাঁধকে রাস্তা হিসেবে জনগণ ব্যবহার করে বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারতেন।’  

উজান তাহিরপুর গ্রামের কৃষক রুস্তম আলী বলেন, ‘হাওরের জাঙ্গালগুলো পাকা করলে অকাল বন্যায় পানি প্রবেশের ঝুঁকি অনেক কমে যেত। জাঙ্গাল (পানি প্রবেশের অ্যান্টি পয়েন্ট) দিয়ে হাওরে পানি প্রবেশ করে।’  চন্দ্রসোনারথাল হাওরের ৭৭ নম্বর পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি আব্দুল করিম হুকুম বলেন, ‘পিআইসি গঠনে বিলম্ব ও এস্কেভেটর (খননযন্ত্র) সংকট ও হাওরের পানি দেরিতে নামার কারণে ফসল রক্ষা বাঁধ নির্মাণ নির্ধারিত সময়ে শেষ করা যায় না।’

৮১ নম্বর পিআইসির সদস্য সচিব আয়েদ নূর বলেন, পানি উন্নয়ন বোর্ডের ম্যাকানিক্যাল ডিভিশন সুনামগঞ্জে থাকলে বাঁধের কাজ করতে কোনও ধরনের সমস্যায় পড়তো হতো না। কারণ, দেশের বিভিন্ন স্থান থেকে এস্কেভেটর আনতে গিয়ে পিআইসিরদের অনেক হয়রানির শিকার হতে হয়। এছাড়া হাওরে মাটি সংকটের কারণে ফসল রক্ষা বাঁধ নির্ধারিত সময়ে শেষ করা যায় না।’

সুনামগঞ্জে হাওরে বাঁধ সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া বলেন, ‘এবছর পিআইসি গঠনে বিলম্ব ও মাটির অভাবে নির্ধারিত সময়ে শতভাগ কাজ শেষ করা যায়নি। তবে বাঁধের কাজ আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সকল বাঁধের গড় উচ্চতা ৬ দশমিক ৫ ফুট। কোথাও কোথাও তারচেয়ে বেশি আছে। এ বছর ও গত বছর যে পরিমাণ মাটির কাজ হয়েছে, তা আর কোনও সময় হয়নি। এখন বাঁধ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হয়। কাজ না করে এক টাকা নেওয়ারও সুযোগ নেই। যে পরিমাণ কাজ করা হয়, সে পরিমাণ বিল দেওয়া হয়। এলাকার কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসন পাউবো সবাই মিলে কাজ করায় কাজের গুনগতমান আগের যেকোনও সময় থেকে অনেক বেড়েছে। তবে এ জেলায় ফসল রক্ষা বাঁধ কেটে নৌকা চালানো ও মাছ ধরার সংস্কৃতি রয়েছে। এগুলো বন্ধ করতে পারলে বাঁধগুলো অনেকটা স্থায়ীত্ব পাবে।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বশির আহমদ সরকার বলেন, ‘এ বছর ২ লাখ ২৫ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এতে ১৪ লাখ মেট্রিকটন ধান উৎপাদন হওয়ার আশা করা হচ্ছে। যদিও শিলাবৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে।’

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াঙ্কা পাল বলেন, ‘উপজেলার বেশ কিছু হাওরের ফসল রক্ষা বাঁধ ঘুরে দেখেছি। বাঁধগুলোর অবস্থা বেশ ভালো। তবে, বৃষ্টির জন্য বাঁধে কিছু সমস্যা হয়েছিল। পরে সেগুলো মেরামত করা হয়েছে। আপাতত কোনও সমস্যা নেই।’

এই প্রসঙ্গে সদ্য বিদায়ী জামালগঞ্জের ইউএনও শামীম আল ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরপর দুই বছর হাওর রক্ষা বাঁধের কাজে জেলা ও উপজেলা প্রশাসন প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়েছে। চেষ্টা করা হয়েছে পিআইসি গঠন থেকে বাঁধ নির্মাণ সব কাজে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার।  সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বাঁধের কাজের কঠিন মনিটরিং করা হয়েছে। সরকারও এক্ষেত্রে প্রয়োজনীয় বরাদ্দসহ সর্বাত্মক সহায়তা করেছে।’

হালির হাওর ও মহালিয়া হাওরের ফসল রক্ষার বিভিন্ন বাঁধের কাজ পরিদর্শনে শামীম আল ইমরান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দিরাই, শাল্লা, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, দোয়ারাবাজার, ধর্মপাশা ছাতকসহ ১১টি উপজেলার শিল্লার হাওর, কালনার হাওর, করচার হাওর, হালির হাওর, আঙ্গুরালী হাওর,  পুটিয়ার হাওর, তাহিরপুর হালির হাওর, মহালিয়ার হাওর, গুরমার হাওর, শনির হাওর, মাতিয়ান হাওর,  চন্দ্রসোনারথাল হাওর, সোনামোড়ল হাওর, ধানকুনিয়াহাওর, জয়ধূনাহাওর, ঘোড়াডুবার হাওর, কাইলানীহাওর, পাগনার হাওর, মিনি পাগনার হাওর, জোয়ালভাঙ্গা হাওর, জামখলা হাওর, খাইহাওর, ডেকার হাওর, কাচিভাঙ্গা হাওর, সাংহাই হাওর, কাওয়াজুরী হাওর, নাইন্দায়ার হাওর, চাউলির হাওর, কালনার হাওর, নলুয়ার হাওর, সুরাইয়া বিবিয়ানা হাওর, কালিয়াকোটা, ছায়ার হাওর, বরাম হাওর, উদগল বিল হাওর, চাপতির হাওর, হুরামন্দিরা হাওর, টাংনির হাওর, ভান্ডাবিল হাওর, শাল্লার ভেড়াডহর হাওরসহ ৪২টি হাওরে কাবিটা কর্মসূচির আওতায় ৫৭২টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে  চলতি বোরো মৌসুমে ৪৫০ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করা হয়। এতে বরাদ্দ দেওয়া হয় ৯৭ কোটি ৫৫ লাখ টাকা। 

সুনামগঞ্জ পুওর (১) পরিচালন ও রক্ষণাবেক্ষণের অধীনে সদর উপজেলায় ৯টি পিআইসির মাধ্যমে ৩ দশমিক ৬৭ কিলোমিটার, বিশ্বম্ভরপুর উপজেলায় ১৬টি পিআইসের মাধ্যমে ১৫ দশমিক ২৩ কিলোমিটার, তাহিরপুরে ৬৬টি পিআইসির মাধ্যমে ৫৫ দশমিক ৩৪ কিলোমিটার, ধর্মপাশায় ৮৯টি পিআইসির মাধ্যমে ৬৩ দশমিক ৫৯ কিলোমিটার, জামালগঞ্জে ৫৩টি পিআইসির মাধ্যমে ৬২ দশমিক ৫৬ কিলোমিটার। পরিচালন ও রক্ষণাবেক্ষণ ২ এর অধীনে দক্ষিণ সুনামগঞ্জে ৪২টি পিআইসির মাধ্যমে ৩৮ দশমিক ৩৩ কিলোমিটার, জগন্নাথপুরে ৫০টি পিআইসির মাধ্যমে ৩১ দশমিক ৮২ কিলোমিটার, ছাতকে ৭টি পিআইসির মাধ্যমে ৪ দশমিক ৩৬ কিলোমিটার, দোয়ারাবাজারে ২৩টি পিআইসির মাধ্যমে ১০ দশমিক ৪৯ কিলোমিটার, দিরাইয়ে ১০২টি পিআইসির মাধ্যমে ৭৪ দশমিক ৫৪ কিলোমিটার, শাল্লায় ৯২ দশমিক ২২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়।   

আরও পড়ুন: স্থায়ী বাঁধ নির্মাণ আলাদিনের চেরাগ না যে সুইচ টিপলেই হয়ে যাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা