X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে লোকমান খুনের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০১৯, ০৬:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৬:২২

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার খালপাড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে লোকমান হোসেন জনি (৩৫) খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষ্ণ ধর নামের ওই আসামিকে রবিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর ডিসি রোড এলাকা থেকে গ্রেফতার হয়।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য জানিয়েছেন। একই ঘটনায় দুপুরে লোকমান হোসেনের মা রোকেয়া বেগম ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

এর আগে শনিবার (৬ এপ্রিল) দিনগত রাতে খালপাড় এলাকায় গুলিতে আহত হন লোকমান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকমানের মা রোকেয়া বেগম দুপুরে থানায় এসে মামলা দায়ের করেছেন। মামলায় সাইফুল নামে একজনকে প্রধান করে আট জনকে আসামি করা হয়। মামলা দায়েরের দুপুরে কৃষ্ণ ধর (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

একজন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কৃষ্ণ ধরের কাছ থেকে উল্লেখযোগ্য কোনও তথ্য পাইনি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, লোকমান হোসেন জনি বড় ভাই হিসেবে কিশোরদের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে গুলিতে নিহত হন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন