X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নৈতিকতার অবক্ষয়ের কারণেই নুসরাতরা লালসার শিকার: চরমোনাই পীর

খুলনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ২০:৫৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:১১

নৈতিকতার অবক্ষয়ের কারণেই নুসরাতরা লালসার শিকার: চরমোনাই পীর

সমাজে নৈতিকতার চরম বিপর্যয় ঘটছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘নৈতিকতার অবক্ষয় থেকে মানুষকে উদ্ধার করতে না পারলে দেশ আরও ভয়াবহতার দিকে যাবে। আর নুসরাতরা লালসার শিকার হয়ে জীবন দেবে। নৈতিকতার চরম অবক্ষয়ের কারণেই নুসরাতরা লালসার শিকার হচ্ছে।’ আর কাউকে যেনো নুসরাতের পরিণতি বরণ করতে না হয়, এজন্য নুসরাতের হত্যাকারীদেরকে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

বুধবার (১৪ এপ্রিল) বিকালে খুলনার বিএম ভবনের কাজী আজাহারুল হক মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর আয়োজিত নগর যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় চরমোনাই পীর বলেন, ‘সমাজের প্রাণশক্তি যুবকদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত হয়ে সত্য ও সুন্দরের পথে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই যুব সমাজের আদর্শিক উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরো চিত্র পাল্টে যেতো।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, নুসরাত জাহান রাফিসহ দেশে একের পর এক ধর্ষণ, খুন, ইভটিজিং, মাদক কারবারির মতো ঘটনা ঘটছে; যার লাগাম টেনে ধরতে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

এসময় ইসলামী যুব আন্দোলন খুলনার নগর সভাপতি মুহা. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ ডা. মোখতার হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। 

সম্মেলনে মুহা. ইসমাঈল হোসেনকে সভাপতি, আবুল কাশেমকে সহসভাপতি ও মো. ইমরান হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া