X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফিটনেসহীন গাড়ির চালকদের সঙ্গে ট্রাফিক ‍পুলিশের যোগসাজশের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০১৯, ০৩:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ০৪:১৬

চট্টগ্রামের সড়কে গণপরিবহন (ছবি সংগৃহীত) ‘ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে ফিটনেসবিহীন গাড়ির চালকদের যোগসাজশ আছে। তাই তারা ওইসব গাড়ির চালকদের হয়রানি করেন না। তবে যারা গাড়ি চালানোর সব নীতিমালা মেনে সড়কে গাড়ি চালান, ট্রাফিক পুলিশের সদস্যরা তাদেরকেই বেশি হয়রানি করেন।’

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব অভিযোগ করেন। সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে বিআরটিএ কর্তৃপক্ষ।

সেমিনারে বক্তারা প্রতিটি গাড়ির মালিকদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান।তারা বলেন, অনেক পরিবহন মালিক শুধু ট্রাফিক বিভাগের দোষ দেন। মনে রাখবেন দোষ শুধু ট্রাফিকের নয়, আমাদের সবারই কম-বেশি আছে।

বিআরটিএ চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীর।

মাশহুদুল কবীর বলেন, ‘ট্রাফিক বিভাগকে আইন অনুযায়ী চলতে হবে। তারা যদি সড়কে তাদের সর্বোচ্চ নীতিমালা বাস্তবায়ন করেন তাহলেই চালকরা সচেতন হবে। চালকদের সড়কের সিগন্যালগুলো মানতে হবে। মোবাইলফোন ব্যবহারে চালক এবং পথচারী উভয়কেই সচেতন হতে হবে।’

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নিরাপদ সড়ক চাই’র সভাপতি এস. এম. আবু তৈয়ব, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরল আলম মঞ্জু।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!