X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঋণ পরিশোধ করলেন মসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী দিলীপ সরকার

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

দিলীপ সরকার ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া দিলীপ সরকার অবশেষে ঋণ পরিশোধ করলেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি জনতা ব্যাংক ময়মনসিংহের চরপাড়া শাখার পাওনা ৮১ হাজার পাঁচ টাকা পরিশোধ করেছেন। ১৭ এপ্রিল বুধবার ‘ঋণ খেলাপি হলেও বৈধ কাউন্সিলর প্রার্থী দিলীপ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হয়।

ব্যাংকের সমুদয় অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করে জনতা ব্যাংকের ডিজিএম লায়েস আহমেদ সাদরুল আমিন বলেন, ‘বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর দিলীপ সরকার ব্যাংকে উপস্থিত হয়ে তার কাছে পাওনা ৮১ হাজার পাঁচ টাকা জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও দিলীপ সরকার কোনও কর্ণপাত না করে ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করছিলেন না। এর মধ্যে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে সময় ক্ষেপণ করেছেন নির্বাচন কমিশনে ঋণ খেলাপির তালিকা পাঠানোর ক্ষেত্রে।’

এ প্রসঙ্গে দিলীপ সরকার বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনের পর পর্যায়ক্রমে কিস্তি করে ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করতে চেয়েছিলাম। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সমস্যা হতে পারে এজন্য মানুষের কাছ থেকে ধার করে পুরো টাকা পরিশোধ করেছি। ব্যাংকের টাকা পরিশোধ করেই গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি প্রতীক ‘ফুলঝুড়ি’ পেয়েছি।  

উল্লেখ্য, দিলীপ সরকার গত ২৬ সেপ্টেম্বর ২০০৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসার জন্য ত্রিশ হাজার টাকা তদারকি ঋণ নেন জনতা ব্যাংক চরপাড়া শাখা থেকে। এরপর তিনি আর ঋণের কিস্তি পরিশোধ করেননি। সুদে-আসলে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৮১ হাজার পাঁচ টাকা। এই অর্থ পরিশোধ না করেই তিনি মসিক নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হন। দিলীপ সরকার নির্বাচন কমিশনে ঋণ খেলাপির তালিকা না পাঠানোর জন্য স্থানীয় এক নেতাকে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের খেলাপির তালিকা না পাঠিয়ে ১১ এপ্রিল নির্বাচন অফিসে দিলীপ সরকার ঋণ খেলাপি এই তালিকা জমা দেয়। এতে করে দিলীপ সরকার বৈধ কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত হন।

 আরও পড়ুন: ঋণখেলাপি হলেও বৈধ কাউন্সিলর প্রার্থী দিলীপ

 

     

 

  

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া