X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৯, ০৯:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১০:৫০

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দিল মোহাম্মদ প্রকাশ দিলু (৩৬) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সদরের মহেষখালীয়া পাড়া মেরন ড্রাইভ সড়ক সংলগ্ন সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মাদক ও মানব পাচারসহ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দিলু টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত মকবুল আহাম্মদের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বন্দুকযুদ্ধের সময় পাচঁ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন— এসআই সাব্বির আহমদ, মো. বাবুল, এএসআই সঞ্জীব, শরীফুল ইসলাম ও কনস্টেবল ইব্রাহিম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য মতে, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে একদল পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে বহু মামলার আসামি এবং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী দিলুকে আটক করে। পরে দিলু স্বীকার করে যে, কয়েক দিন আগে ইয়াবার একটি চালান ও অস্ত্রশস্ত্র নিয়ে আসা হয়েছে। সেগুলো টেকনাফ সদরের মহেষখালীয়া পাড়া মেরিন ড্রাইভ রোড সংলগ্ন পরিত্যক্ত মাছের হ্যাচারির পিছনে জঙ্গলে লুকানো আছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে একদল পুলিশ দিলুকে নিয়ে সেখানে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে আটক দিলু গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিলুকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান। ঘটনাস্থল থেকে ছয়টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ ও সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক সোভন দাস বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে এলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তার বুকে ও পেটে তিনটি গুলি লেগেছিল। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

ওসি প্রদীপ কুমার দাস বলেন, ‘নিহত দিলুর বিরুদ্ধে থানায় মাদক, মানব পাচার, অস্ত্র ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়