X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদের জন্য খান ব্রাদার্সকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ এপ্রিল ২০১৯, ১৯:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৯:০৮

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিজান পরিচালনা করছে

অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ করার অভিযোগে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জের খান ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিবার (২৮ এপ্রিল) দুপুরে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুল ইসলাম।

আসন্ন রমজানকে কেন্দ্র করে রবিবার বাজার মনিটরিং শুরু করে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘বাজার মনিটরিংয়ের প্রথম দিন আমরা খাতুনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করি। অভিযানে ওই বাজারের খান ব্রাদার্স’র একটি গুদামে গিয়ে দেখি তারা অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ করে রেখেছেন। খেজুরের বস্তার নিচে ২ ইঞ্চি পানি জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় আরও একটি ছোলাবুট ও ডালের পাইকারি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন,‘অভিযানকালে আমরা দেখেছি অনেক দোকানে এখনও মূল্য তালিকা সাটানো হয়নি। আবার যেসব দোকানে সাটানো হয়েছে, তারা শুধু বিক্রয়মূল্য দিয়েছেন। ক্রয়মূল্য তালিকায় উল্লেখ করেননি। আমরা তাদের সর্তক করে দিয়েছি। পরবর্তীতে কেউ মূল্য তালিকা না সাটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

একই দিন নগরীর রেয়াজুদ্দিন বাজারে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। অভিযানে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি না করার দায়ে একটি মুদি দোকান ও একটি মুরগীর দোকানকে পৃথক দুইটি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে আরও একটি কাঁচাবাজারের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস