নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত মাজেদ আলী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১১ সদস্যরা। বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে পাবনা থেকে ফতুল্লায় এনে অপহরণ করা হয় মাজেদ আলীকে। র্যাবের হাতে গ্রেফতার হওয়া সোহেল নামে এক নৌকার মাঝি মাজেদ আলীকে হত্যার বর্ণনা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আদম বেপারী মহিউদ্দিন বুলু (৪২),সুলতান মাহমুদ বাবু (৩৬)সহ তিনজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন মাজেদ হত্যার রহস্য উদঘাটনের দাবি করেন।
র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কাজী শমসের উদ্দিন বলেন, গত ১৩ মার্চ নাজমা বেগম নামে এক নারী পাবনা থেকে এসে অভিযোগ দাখিল করে যে, তার স্বামী মোঃ মাজেদ আলী গত ১০ মার্চ হতে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে তিনি ফতুল্লা থানায় একটি জিডি করেন। ওই নারীর অভিযোগ মহিউদ্দিন বুলু নামের এক আদম বেপারীর কথায় বিদেশ যাওয়ার উদ্দেশ্যে তারা স্বামী-স্ত্রী পাবনা থেকে নারায়ণগঞ্জে আসেন।বুলু তাদেরকে ফতুল্লার একটি ভাড়া বাড়িতে রাখেন। পরে পাসপোর্ট, ভিসা, মেডিক্যাল ও বিভিন্ন কাজের কথা বলে তাদের কাছে থেকে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। গত ১০ মার্চ মহিউদ্দিন বুলু বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে মাজেদ আলীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে বুলু ফিরে আসলেও মাজেদ আলী আর ফিরে আসেনি। তখন থেকে তার মোবাইল বন্ধটি পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর র্যাব-১১ এর একটি বিশেষ গোয়েন্দা দল নিখোঁজ মাজেদ আলীর সন্ধান ও সন্দেহভাজন মহিউদ্দিন বুলুকে গ্রেফতারের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গত ৮ এপ্রিল ফতুল্লার শিবু মার্কেট এলাকা হতে মহিউদ্দিন বুলুকে গ্রেফতার করা হয়।
ওই কর্মকর্তা আরো জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মহিউদ্দিন বুলুকে নিখোঁজ মাজেদ আলীর পরিণতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকে। কিন্তু অভিযুক্ত মহিউদ্দিন বুলুর ও নিখোঁজ মাজেদ আলীর মোবাইল কল লিষ্ট ও ঘটনার দিনে তাদের গতিবিধি পর্যালোচনা করে দেখা যায় ওই দিন তারা নারায়ণগঞ্জ থেকে বিকেলে দাউদকান্দি ব্রিজ এলাকায় ও সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন মেঘনা নদীর তীর এলাকায় দেখা যায়। পরবর্তীতে অভিযুক্ত মহিউদ্দিন বুলু নারায়ণগঞ্জে ফিরে আসলেও নিখোঁজ মাজেদ আলীর ব্যবহৃত মোবাইলটি ওই এলাকা থেকে বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় র্যাবের সহায়তায় নিখোঁজ মাজেদ আলীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় গত ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, ধারাবাহিক অনুসন্ধানে জানা যায় কুমিল্লার দাউদকান্দি এলাকার সোহেল নামে এক নৌকার মাঝি ঘটনার দিন গত ১০ মার্চ আদম বেপারী মহিউদ্দিন বুলু নিখোঁজ মাজেদ আলী ও অজ্ঞাত এক লোক'কে নিয়ে মেঘনা নদীতে নৌকা চালিয়েছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার ১০ মে কুমিল্লার দাউদকান্দি বাজার ঘাট হতে নৌকার মাঝি সোহেলকে আটক এবং তার নৌকাটি জব্দ করা হয়। গ্রেফতারের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌকার মাঝি সোহেল ঘটনার লোমহষর্ক বর্ণনা দেয়। সোহেল জানায় আদম-বেপারী মহিউদ্দিন বুলু ও বাবু একত্রে তার নৌকায় মাজেদ আলীকে গলা টিপে ও নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে মেঘনা নদীতে লাশ ভাসিয়ে দেয়। পরে বুলু ও বাবু সোহেলকে ১ হাজার টাকা ভাড়া দিয়ে দাউদকান্দি ব্রিজের পশ্চিম পাশে নেমে যায়। গ্রেফতারকৃত নৌকার মাঝি সোহেল গত সোমবার নারায়ণগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। পরে র্যাব সদস্যরা সোমবার দিবাগত রাত দেড়টায় গজারিয়ার গোয়াগাটিয়ার শিমুলিয়া এলাকায় নিজ বাড়ি থেকে সুলতান মাহমুদ বাবুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব-১১ এর সিও।