X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নদী খননে ‘নয়-ছয়’ সহ্য করা হবে না: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৭:৩২আপডেট : ১৮ মে ২০১৯, ১৭:৩২

পঞ্চগড়ে নদী খনন কাজের উদ্বোধন করেন নূরুল ইসলাম সুজন নদী খনন কাজে নয়-ছয় সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। দেড়শ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন নদী ও খাল পুনঃখনন শুরু হয়েছে। নদী খনন প্রকল্পের কাজে কোনও নয়-ছয় সহ্য করা হবে না।’

শনিবার (১৮ মে) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বুড়ি তিস্তা নদীর ২০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, ‘নদী খননে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা শেষ হলে নদী ও জলাশয়গুলোতে পানি প্রবাহ বাড়বে। ফলে সেচ সুবিধাও বাড়বে। নদী তীরগুলোতে বনায়ন করা হবে। এতে করে এলাকার পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।’

তিনি বলেন, ‘নীলফামারী হয়ে ভারতের হলদিবাড়ী পর্যন্ত ট্রেন চালু হবে। নীলফামারী থেকে নীলসাগরের মতো আরও একটি আন্তঃনগর ট্রেন চালু করা হবে।’

সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার উদ্দেশে মন্ত্রী বলেন, ‘জনগণের টাকা অপচয় করবেন না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করুন। উন্নয়ন যেন টেকসই হয়।’

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোসি প্রসাদ ঘোষ, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানাত জামান চৌধুরী জর্জ, ট্রেপীগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান সরকার প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা